পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Cancelation List: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, সমস্যায় যাত্রীরা - বাতিল একগুচ্ছ ট্রেন

ওভারব্রিজের কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনে বাতিল হল একগুচ্ছ ট্রেন ৷ শুক্রবার অর্থাৎ 11 অগস্ট থেকে 13 অগস্ট পর্যন্ত বাতিল থাকবে ট্রেনগুলি ৷ লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল থাকায় সমস্য়ায় পড়তে পারেন যাত্রীরা ৷

Etv Bharat
ট্রেন বাতিল

By

Published : Aug 10, 2023, 5:27 PM IST

হাওড়া, 10 অগস্ট:শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভার ব্রিজ ৷ ফুট ওভার ব্রিজের কাজের জন্য আগামী আট ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । তাই আগামী 11 থেকে 13 আগস্ট পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেল খড়গপুর শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রা পরিবর্তন করা হয়েছে ৷ এই তালিকায় লোকাল ও এক্সপ্রেস ট্রেন দুই আছে ৷ 11 অগস্ট শুক্রবার বাতিল করা হয়েছে 12949 পোরবন্দর সাঁতরাগাছি এক্সপ্রেস ৷

শনিবার (12অগস্ট) বাতিল হওয়া ট্রেনের তালিকা:

  • 12704 সেকেন্দ্রাবাদ- হাওড়া ফলকনুমা এক্সপ্রেস ৷
  • 18616 হাতিয়া- হাওড়া এক্সপ্রেস ৷
  • 18006 জগদলপুর- হাওড়া এক্সপ্রেস ৷
  • 18014/18012 বোকারো স্টিল সিটি চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস ৷
  • 20971 উদয়পুর- শালিমার এক্সপ্রেস ৷

রবিবার (13 অগস্ট)বাতিল হওয়া ট্রেনের তালিকা:

  • 12703 হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস ৷
  • 12821/12822 শালিমার পুরী শালিমার এক্সপ্রেস ৷
  • 18615 হাওড়া-হাতিয়া এক্সপ্রেস ৷
  • 18033/18034 হাওড়া-ঘাটসিলা হাওড়া মেমু ট্রেন ৷
  • 18005 হাওড়া-জগদলপুর এক্সপ্রেস ৷
  • 20972 শালিমার উদয়পুর এক্সপ্রেস ৷
  • 02897/02898 সাঁতরাগাছি দিঘা সাঁতরাগাছি স্পেশাল ৷
  • 12950 সাঁতরাগাছি পোরবন্দর এক্সপ্রেস ৷
  • 18627/18628 হাওড়া রাঁচি হাওড়া এক্সপ্রেস ৷
  • 12827/12828 হাওড়া পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস ৷
  • 12277/12278 হাওড়া পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ৷
  • 22897 হাওড়া দিঘা কাণ্ডারি এক্সপ্রেস ৷
  • 12858 দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ৷
  • 12814/12813 টাটানগর হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস ৷

শনিবার 22512 কামাখ্যা-এলটিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে । এছড়াও 18011/18013 হাওড়া চক্রধরপুর বোকারো স্টিল সিটি এক্সপ্রেস সোমবার বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি এই বিভাগের বেশ কিছু ট্রেনের যাত্রা পথও পরিবর্তন করা হয়েছে রবিবার ৷

এক নজরে সেই সমস্ত ট্রেনের তালিকা:

  • 12860 হাওড়া-মুম্বাই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস ।
  • 18045 শালিমার হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস ।
  • 22855 সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস ।
  • 12810 হাওড়া-মুম্বাই সিএসএমটি মেল ।
  • 12245 হাওড়া-স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল এক্সপ্রেস ।
  • 18003/18004 হাওড়া-আদ্রা-হাওড়া এক্সপ্রেস ।
  • 18043/18044 হাওড়া-ভদ্রক-হাওড়া এক্সপ্রেস ।
  • 12073/12074 হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস ।
  • 12504 আগরতলা-স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল হামসফর এক্সপ্রেস।
  • 38802,38804, 38808, 38810, 38812, 38814 এবং 38816 মেদিনীপুর-হাওড়া,
  • 38706 খড়্গপুর-হাওড়া ।
  • 38807, 38809, 38811,38815, 38817 এবং 38819 হাওড়া-মেদিনীপুর ৷
  • 38707 এবং 38719 হাওড়া-খড়গপুর ৷

এক্সপ্রেস ট্রনের পাশাপাশি বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ৷

ABOUT THE AUTHOR

...view details