হাওড়া, 10 অগস্ট:শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভার ব্রিজ ৷ ফুট ওভার ব্রিজের কাজের জন্য আগামী আট ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । তাই আগামী 11 থেকে 13 আগস্ট পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেল খড়গপুর শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রা পরিবর্তন করা হয়েছে ৷ এই তালিকায় লোকাল ও এক্সপ্রেস ট্রেন দুই আছে ৷ 11 অগস্ট শুক্রবার বাতিল করা হয়েছে 12949 পোরবন্দর সাঁতরাগাছি এক্সপ্রেস ৷
শনিবার (12অগস্ট) বাতিল হওয়া ট্রেনের তালিকা:
- 12704 সেকেন্দ্রাবাদ- হাওড়া ফলকনুমা এক্সপ্রেস ৷
- 18616 হাতিয়া- হাওড়া এক্সপ্রেস ৷
- 18006 জগদলপুর- হাওড়া এক্সপ্রেস ৷
- 18014/18012 বোকারো স্টিল সিটি চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস ৷
- 20971 উদয়পুর- শালিমার এক্সপ্রেস ৷
রবিবার (13 অগস্ট)বাতিল হওয়া ট্রেনের তালিকা:
- 12703 হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস ৷
- 12821/12822 শালিমার পুরী শালিমার এক্সপ্রেস ৷
- 18615 হাওড়া-হাতিয়া এক্সপ্রেস ৷
- 18033/18034 হাওড়া-ঘাটসিলা হাওড়া মেমু ট্রেন ৷
- 18005 হাওড়া-জগদলপুর এক্সপ্রেস ৷
- 20972 শালিমার উদয়পুর এক্সপ্রেস ৷
- 02897/02898 সাঁতরাগাছি দিঘা সাঁতরাগাছি স্পেশাল ৷
- 12950 সাঁতরাগাছি পোরবন্দর এক্সপ্রেস ৷
- 18627/18628 হাওড়া রাঁচি হাওড়া এক্সপ্রেস ৷
- 12827/12828 হাওড়া পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস ৷
- 12277/12278 হাওড়া পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ৷
- 22897 হাওড়া দিঘা কাণ্ডারি এক্সপ্রেস ৷
- 12858 দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ৷
- 12814/12813 টাটানগর হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস ৷