পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WATER LOGGED AMTA: তিনদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় আমতার সবজি চাষিরা - howrah

তিনদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন হাওড়ার আমতার চাষিরা ৷ আমতার বিনলা, জয়পুর, ঝিকিরা সহ প্রায় 500 একর জমির ফসল জলের তলায় ৷ হতাশ চাষিরা ৷

WATER LOGGED AMTA
তিনদিনের বৃষ্টিতে ব্যাপক চাষের ক্ষতি আশঙ্কায় আমতার সবজি চাষিরা

By

Published : Jul 30, 2021, 8:28 PM IST

আমতা, 30 জুলাই: আবহাওয়া দফতরের পক্ষ থেকে রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই । গত বুধবার থেকে হাওড়া জেলাজুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি । শহর কার্যত জলমগ্ন । একটানা বৃষ্টি কিছুক্ষণের জন্য থামলেও, মাঝেমধ্যেই হচ্ছে ভারী বৃষ্টি ৷ আমতা এলাকায় চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।

ইতিমধ্যেই বেশ কিছু চাষের জমি জলের তলায় চলে গিয়েছে ৷ আমতার বিনলা, জয়পুর, ঝিকিরা সহ প্রায় 500 একর জমির সবজি চাষ ব্যাপক ক্ষতির মুখে । ঝিঙে, লঙ্কা, পটল, বড়বটি,সহ একাধিক ফসল প্রায় জলের তলায় চলে গিয়েছে । ওই এলাকার চাষিরা জানাচ্ছেন, যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার জেরে জমিতে জল জমে গিয়েছে । অধিকাংশ সবজি এখন প্রায় জলের তলায় । যেটুকু জমিতে জল কম আছে জল নামলেই তা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা । এই প্রসঙ্গে ওই এলাকার এক চাষি সনৎ খাঁড়া বলেন, "বৃষ্টির জলে জমি ভরে গিয়েছে । গাছের গোড়া অবধি ডুবে গিয়েছে । এরপর রোদ্দুর উঠলেই সবজি পচতে শুরু করবে । আমার 14 বিঘে জমিতে নানা ধরণের সবজি চাষ করেছিলাম । এই বৃষ্টির জন্য অনেক ক্ষতির মুখে পড়লাম । যদি রাজ্য সরকার আমাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য না করে তাহলে এই বিপুল আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে পারব না ।"

আরও পড়ুন: জমা জলে মাসের পর মাস ভোগান্তি, প্রতিবাদে অবরোধ ভুক্তভোগীদের

আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, "প্রায় 500 হেক্টর জমির সবজি ক্ষতি হতে পারে । কৃষি আধিকারিকরা পরিদর্শন করেছেন এলাকায় । তারা প্রাথমিক রিপোর্ট জমা দেবেন জেলা প্রশাসনকে । জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারকে বিষয়টি দেখার আবেদন করব ।" তিনি দাবি করেন, রাজ্য সরকার নিশ্চয়ই এই ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াবে ।

ABOUT THE AUTHOR

...view details