হাওড়া, 19 ডিসেম্বর : স্ত্রীকে কুপিয়ে খুন করল মদ্যপ যুবক । এমনই অভিযোগ উঠল । জগৎবল্লভপুরের ইসলামপুর মাজু ক্ষেত্রের ঘটনা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা । প্রায় প্রতিদিনই নেশা করে বাড়ি ফিরত নরোত্তম মণ্ডল নামে অভিযুক্ত যুবক । নেশার ঘোরে স্ত্রী সুপ্রিয়াকে মারধর করত বলেও অভিযোগ । এমনকী, মেয়ের বাড়ি থেকে প্রায়ই চাল, ডাল, টাকাপয়সা দিয়ে সাহায্য করতে হত বলে জানিয়েছে মৃতের পরিবার।