হাওড়া, 1 এপ্রিল: দিল্লির নিজা়মউদ্দিন নিয়ে মুখ খুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "শুধুমাত্র দিল্লি নয় অনেক জায়গাতেই একটি বিশেষ সম্প্রদায়কে ছাড়ের আওতায় রাখা হচ্ছে । এই রাজ্যেও রাখা হয়েছে । এদিকে আমরা যদি অনুমতি না দিতাম তাহলে অভিযোগ আসত একটি বিশেষ সম্প্রদায়কে কেন আটকানো হচ্ছে ? এই ঘটনার পর বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার কী করছে ? আমাদের মনে রাখতে হবে কড়াকড়ি করিনি বলে শাহিনবাগে আন্দোলন চলেছে এতদিন ধরে । যদি প্রথমেই শাহিনবাগে আন্দোলন তুলে দেওয়া হত তাহলে বিরোধীরা অভিযোগ করত কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে ।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপিল করেছেন এই ধরনের ঘটনা যাতে আর না ঘটানো হয় । তিনি তো গুলি চালানোর আদেশ দিতে পারেন না ।" এছাড়াও এই ঘটনার পিছনে কেজরিওয়াল সরকারকেই কাঠগড়ায় তোলেন দিলীপ ঘোষ ।