পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিজ়ামউদ্দিন ইশুতে কেজরি সরকারকে আক্রমণ দিলীপের - howrah news

এবার দিল্লির নিজা়মউদ্দিনের ঘটনা নিয়ে কেজরিওয়াল সরকারকে একহাত নিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এছাড়াও দেশে কোরোনা সংক্রমণের জন্য পর্যটকের ভিসাতে এদেশে আসা লোকদের দায়ি করেন তিনি ।

DILIP
দিলীপ

By

Published : Apr 1, 2020, 4:38 PM IST

হাওড়া, 1 এপ্রিল: দিল্লির নিজা়মউদ্দিন নিয়ে মুখ খুললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "শুধুমাত্র দিল্লি নয় অনেক জায়গাতেই একটি বিশেষ সম্প্রদায়কে ছাড়ের আওতায় রাখা হচ্ছে । এই রাজ্যেও রাখা হয়েছে । এদিকে আমরা যদি অনুমতি না দিতাম তাহলে অভিযোগ আসত একটি বিশেষ সম্প্রদায়কে কেন আটকানো হচ্ছে ? এই ঘটনার পর বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার কী করছে ? আমাদের মনে রাখতে হবে কড়াকড়ি করিনি বলে শাহিনবাগে আন্দোলন চলেছে এতদিন ধরে । যদি প্রথমেই শাহিনবাগে আন্দোলন তুলে দেওয়া হত তাহলে বিরোধীরা অভিযোগ করত কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে ।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপিল করেছেন এই ধরনের ঘটনা যাতে আর না ঘটানো হয় । তিনি তো গুলি চালানোর আদেশ দিতে পারেন না ।" এছাড়াও এই ঘটনার পিছনে কেজরিওয়াল সরকারকেই কাঠগড়ায় তোলেন দিলীপ ঘোষ ।

বলেন, "দিল্লিতে যেহেতু কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের তাল মেলানোর বিষয়টি থাকে তাই যাঁরা ভোট নিয়েছেন তারা চুপ থাকবেন এটাই স্বাভাবিক । ভোটের সময় বিদ্যুৎ ও জল বিনা পয়সায় দেওয়ার প্রলোভন দেখানো হল মানুষকে । তারপরে ভোটে জিতে তাদের ঘর থেকে বের করে দিয়ে বিদ্যুৎ কেটে দেওয়া হল । এটা কি ধরনের মানবিকতা?"

এছাড়াও পর্যটকের ভিসাতে এদেশে আসা লোকদের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, "এঁরাই কোরোনা নিয়ে আসছেন । এখনও ভারতে অনেকে এরকম আছেন । আগে এই বিষয়ে কড়াকড়ি করা হত না। কিন্তু এখন সময় এসেছে ।"

ABOUT THE AUTHOR

...view details