হাওড়া, 12 মার্চ:সোমবার থেকে শুরু হতে চলেছে লোকসভার অধিবেশন । তার আগে রবিবার দুপুরে দিল্লি যাওয়ার পূর্বে হাওড়া স্টেশন থেকে রাজ্য সরকারের মনোভাব নিয়ে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । তিনি অভিযোগ করেন, সরকার নিয়ন্ত্রণে, শাসক দল নিয়ন্ত্রণে থাকার দাবি করা হলেও আদতে গোটা রাজ্যটাই ভগবান ভরসাতে চলছে । তাই মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা যা কিছু বলছেন কোনওটাই বিশ্বাসযোগ্য নয় বলেই দাবি তাঁর । দিলীপ বলেন, "সাধারণ মানুষ বাস্তব পরিস্থিতিটা দেখতে পাচ্ছে । রাজ্য সরকারের উচিত অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সাহায্য নেওয়া।"
এছাড়াও এই বিজেপি নেতা জানান, লোকসভা নির্বাচনের সময় যত সামনে আসছে বিরোধী শিবিরে তত উদ্বেগ বাড়ছে । কারণ এবার তাঁদের মানুষের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে । সিবিআই ও ইডি যেখানেই হাত দিচ্ছে সেখানেই টাকার পাহাড় উদ্ধার হচ্ছে । আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সামনে সব সত্যি প্রকাশ্যে আসছে বলে তাঁর দাবি । এবার লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দাঁড়িয়ে কোন ইস্যুকে সামনে রেখে লড়াই করবে সেটাই তারা বুঝে উঠতে পারছে না বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ । তাই লোকসভার সদনে অপ্রয়োজনীয় বিষয়গুলি উত্থাপিত করে তারা বাঁচার চেষ্টা করলেও, এবার লোকসভাতে বিরোধীদের অবস্থা আরও খারাপ হবে বলেই দাবি করেন তিনি ।