পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনেকটাই শান্তিতে ভোট হয়েছে : দিলীপ - uluberia

আজ লোকসভার প্রথম দফা নির্বাচন নিয়ে BJP-র রাজ্য সভাপতির দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে রাজ্যে অশান্তি হয়েছিল সেই তুলনায় অনেকটাই শান্তিতে ভোট হয়েছে।

দিলীপ

By

Published : Apr 11, 2019, 7:34 PM IST

Updated : Apr 11, 2019, 8:58 PM IST

হাওড়া, 11 এপ্রিল : ইদ্রিশ আলিকে বসিরহাটে ফেরত পাঠানোর হু্ঁশিয়ারি দিলীপ ঘোষের। এর আগে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা বসিরহাটের বিদায়ি সাংসদ ইদ্রিশ আলি বলেছিলেন, "তৃণমূলের দাপটে উলুবেড়িয়ায় BJP-র সংগঠন শেষ।" এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইদ্রিশ আলিকে বসিরহাটে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপবাবু। আজ ফুলেশ্বরের কোটালঘাটার কুশবেড়িয়া মনসাতলায় রাম মন্দির উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষ বলেন, "উনি বসিরহাট থেকে লড়তে এসেছেন এখানে। ওঁকে ওখানেই পাঠিয়ে দেব।"

শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

আজ লোকসভার প্রথম দফা নির্বাচন নিয়ে BJP-র রাজ্য সভাপতির দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে রাজ্যে অশান্তি হয়েছিল সেই তুলনায় অনেকটাই শান্তিতে ভোট হয়েছে। দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল যে পিছোচ্ছে তার প্রমাণ রাজ্যের মন্ত্রী রবিবাবু ভোট লুটের অভিযোগ করছেন। পুনর্নির্বাচনের দাবিও জানাচ্ছেন।"

রাজ্যের নির্বাচন পরিস্থিতি নিয়ে BJP-র রাজ্য সভাপতি বলেন, "পশ্চিমবঙ্গে সন্ত্রাস নতুন নয় আর সেই কারণে আমরা প্রতিটি বুথে আধা সামরিক বাহিনী চেয়েছিলাম।" আজ দিলীপ ঘোষ পরবর্তী দফার নির্বাচনে প্রতিটি বুথে আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানান। পাশাপাশি উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপ নির্বাচনে কঠিন লড়াই হবে বলেও জানান দিলীপ ঘোষ।

Last Updated : Apr 11, 2019, 8:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details