পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Political Chaos Over Shibpur Incident: হাওড়ায় শিবপুরের ঘটনা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে - দিলীপ ঘোষ

বৃহস্পতিবার শিবপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক পারদ চড়ছে ৷ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দায়ী করেছেন ৷ অন্যদিকে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষরা তাঁকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ

By

Published : Mar 31, 2023, 6:58 AM IST

Updated : Mar 31, 2023, 7:40 AM IST

হাওড়া, 31 মার্চ: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার শিবপুর এলাকা ৷ বৃহস্পতিবার শিবপুরের সন্ধ্যাবাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় । এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেড রোডে ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন ৷ তিনি বলেন, "রুট বদল করা হয়েছে ৷ সরকার কঠিন বন্দোবস্ত করবে ৷"

এরপর রাতের দিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে জানান, পুলিশের থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছিল ৷ কিন্তু শিবপুরের ঘটনা উৎসবের আনন্দ মাটি করেছে ৷ শিবপুরের পাশাপাশি ইসলামপুরের একটি ঘটনারও উল্লেখ করেন বিজেপি নেতা ৷ তাঁর দাবি, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি ৷ পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই শিবপুরের ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি ৷ মুখ্য সচিবের কাছে তাঁর আবেদন, তিনি যেন অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু'টি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের ব্যবস্থা করেন ৷

পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও টুইটে জানান, হাওড়ার শিবপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর দলের দাবি সর্বৈব মিথ্যা ৷ এই ঘটনার আগে পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল ৷ হাওড়া ময়দানে পৌঁছনোর ওটাই একমাত্র পথ ৷ ওই পথ দিয়েই যাওয়ার কথা ছিল ৷ তাই অনুমতি না-নেওয়া বা অন্য পথ দিয়ে মিছিল করার দাবি মিথ্যা ৷

তাঁর কথায়, "এর থেকে লজ্জার কিছু হতে পারে না ৷ মুখ্যমন্ত্রী বিজেপির গায়ে কাদা ছেটাতে গিয়ে নিজের মানসিকতার প্রমাণ দিলেন ৷ ধিক্কার জানাই ৷" অন্যদিকে বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষও শিবপুরের ঘটনা নিয়ে টুইটে লেখেন, "এখনও চোখ বন্ধ করে বসে থাকবেন ?" পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন মেদিনীপুরের সাংসদ ৷ বিজেপির এই বহুমুখী আক্রমণ সামাল দিতে তৃণমূলের তরফে কী বলা হয়, সেটাই দেখার ৷

আরও পড়ুন: পসরা সাজিয়ে রমজান মাসে রামনবমী উদযাপন চাঁপদানির মনসুর চাচার

Last Updated : Mar 31, 2023, 7:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details