হাওড়া, 31 মার্চ: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার শিবপুর এলাকা ৷ বৃহস্পতিবার শিবপুরের সন্ধ্যাবাজার এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় । এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেড রোডে ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন ৷ তিনি বলেন, "রুট বদল করা হয়েছে ৷ সরকার কঠিন বন্দোবস্ত করবে ৷"
এরপর রাতের দিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে জানান, পুলিশের থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছিল ৷ কিন্তু শিবপুরের ঘটনা উৎসবের আনন্দ মাটি করেছে ৷ শিবপুরের পাশাপাশি ইসলামপুরের একটি ঘটনারও উল্লেখ করেন বিজেপি নেতা ৷ তাঁর দাবি, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি ৷ পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই শিবপুরের ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি ৷ মুখ্য সচিবের কাছে তাঁর আবেদন, তিনি যেন অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু'টি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের ব্যবস্থা করেন ৷