হাওড়া, 5 মে:যুগের সঙ্গে তাল মিলিয়ে রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের বিষয়ে সমাজে বিভ্রান্তিকর প্রচার থামাতে এবার ডিজিটাল পাবলিকেশনে আসছে রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ । শুক্রবার দুপুরে বুদ্ধপূর্ণিমার শুভদিনে বেলুড় মঠ থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সাংবাদিক সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । সমাজে রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের পাশাপাশি মঠ ও মিশনকে নিয়ে যে বিভ্রান্তিমূলক গল্প প্রচারিত হচ্ছে সেই বিষয়ে অবগত রয়েছে বেলুড় মঠ । তাই সমাজে এই বিভ্রান্তি দূর করতে ও রামকৃষ্ণদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের জীবনী ও তাঁদের বাণী সমাজে প্রচার করতে এই প্রয়াস বলেই জানিয়েছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন ।
মিশনের পক্ষ থেকে জানান হয়েছেhttps://publications.rkmm.org এই লিঙ্ক থেকে সহজেই এই মহাপুরুষদের সম্বন্ধিত বই ও রামকৃষ্ণ মিশন-সহ বেলুড় মঠ থেকে প্রকাশিত সকল গ্রন্থ পাঠক সমাজ ও বেলুড় মঠ অনুরাগীরা পড়তে ও কিনতে পারবেন । শুক্রবার দুপুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সাংবাদিক সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল মাধ্যমে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী ও সর্বোপরি রামকৃষ্ণ মিশন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে । মিথ্যে তথ্য দিয়ে সেই ঘটনাকে সত্য বলে চালানোর চেষ্টা চলছে বলেও একাধিক অভিযোগ তাঁদের গোচরে এসেছে । এবার এই প্রবণতা রুখতে সতর্ক ও সক্রিয় হল বেলুড় মঠ ।
আরও পড়ুন : সম্প্রীতি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই বেলুড় মঠে কুমারীপুজো শুরু করেন স্বামীজি