কলকাতা, 17 মে: সবুজ পতাকা উড়িয়ে বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় সেমি বুলেট ট্রেন হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ট্রেন নিয়ে রাজ্যবাসীর বিশেষ উৎসাহ রয়েছে। কারণ প্রতি বছর বাংলা থেকে জগন্নাথ ধাম এবং পুরীর সমুদ্রের টানে হাজার হাজার মানুষ ওড়িশায় যান। এবার এই ট্রেনের সৌজন্যে একবেলাতেই পৌঁছে যাওয়া যাবে সৈকত শহরে।
সাধারণত হাওড়া স্টেশন থেকে ট্রেনে পুরী পৌঁছনোর দ্রুততম ট্রেনটি হল হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটি 7 ঘণ্টা 35 মিনিটে পুরী পৌঁছে দেয়। এই ট্রেনটি ছ'টি স্টেশনে দাঁড়ায়। শতাব্দীর গড় গতিবেগ হল প্রতি ঘণ্টায় 66 কিলোমিটার। অন্যদিকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18টি স্টেশনে স্টপেজ দিয়ে সবচেয়ে বেশি সময় নিয়ে পুরী পৌঁছয়। আর বন্দে ভারত হাওড়া থেকে পুরী পৌঁছতে সময় নেবে মাত্র 6 ঘণ্টা 25 মিনিট। বন্দে ভারতের গড় গতিবেগ হবে প্রতি ঘণ্টায় 78 কিলোমিটার ।
আগামিকাল বৃহস্পতিবার পুরী থেকে উদ্বোধন করা হবে ট্রেনটি । সময়সূচি অনুসারে ওই রাজ্যের একাধিক প্রকল্প উদ্বোধন করার পর ঠিক সকাল 10টা 47 মিনিটে সবুজ পতাকা উড়িয়ে 02896 পুরী-হাওড়া বন্দে ভারতের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বেলা 1টার সময় ট্রেনটি পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে ।
আরও পড়ুন :বৃহস্পতিবার মোদির হাতে উদ্বোধন হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের
আগামিকাল হাওড়ার যাওয়ার পথে ট্রেনটি 7টি স্টেশনে থামবে । ঠিক বেলা 1 টার সময় পুরী স্টেশন থেকে রওনা হয়ে খুরদা রোডে পৌঁছবে বেলা 1টা 40 থেকে 1টা 50 মিনিটের মধ্যে। এরপর ভুবনেশ্বর স্টেশন পৌঁছবে বেলা 2টো 15 থেকে 2টো 25 মিনিটের মধ্যে । কটক পৌঁছবে বেলা 3টে থেকে 3টে 10 মিনিটের মধ্যে । যোজপুর কে জংশন পৌঁছবে বিকেল 4টে থেকে 4টে 10 মিনিটের মধ্যে । ভদ্রক পৌঁছবে বিকেল 5টা 20 থেকে 5টা 30 মিনিটের মধ্যে । বালাসোর পৌঁছবে সন্ধ্যে 6টা 40 থেকে 6টা 50 মিনিটের মধ্যে । খড়গপুর পৌঁছবে রাত 8টা 15 থেকে 8টা 25 মিনিটের মধ্যে । অবশেষে হাওড়া স্টেশন পৌঁছবে রাত 8টা 22 মিনিটে । সুতরাং, পুরীতে বেলা 1টায় চেপে আপনি সাড়ে 8টার মধ্যে হাওড়া পৌঁছে যাবেন ৷
আগামিকাল উদ্বোধনীতে বন্দে ভারতের মেনুতেও থাকছে এলাহি ব্যবস্থা। থাকছে ভেজিটেরিয়ান মেনু। প্রথমেই থাকছে জল, বাটার মিল্ক, ফলের রস। সকালের খাবারে থাকছে বাটার ভেজ স্যান্ডউইচ, সিঙারা, মিষ্টি, নোনতা এবং চা। মধ্যাহ্নভোজে থাকছে বাসমতি চালের ভাত, মেথি পরোটা, ডাল, মটর পনির মসলা, সবজি, দই ও মিষ্টি ।
ভাড়ার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই অনুসারে ইকোনমিক চেয়ার কারে খাওয়া দাওয়া নিয়ে পুরী থেকে হাওড়া পর্যন্ত ভাড়া হল 1 হাজার 245 টাকা। আর কেউ যদি খাবার নিতে না চান তাহলে সেক্ষেত্রে ভাড়া লাগবে 1 হাজার 125 টাকা। হাওড়া থেকে পুরী পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া খাওয়া-দাওয়া নিয়ে 2 হাজার 400 টাকা। আর কোনও যাত্রী যদি খাওয়া-দাওয়া নিতে না-চান তাহলে সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 2 হাজার 245 টাকা ৷
অন্যদিকে, পুরী থেকে হাওড়া যেতে গেলে ইকনোমিক চেয়ার করে খাওয়া দাওয়া নিয়ে ভাড়া পড়বে 1 হাজার 410 টাকা। আর খাওয়া ছাড়া ভাড়া পড়বে 1 হাজার 125 টাকা। পুরী থেকে হাওড়া পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসে খাওয়া নিয়ে ভাড়া পড়বে 2 হাজার 595 টাকা। কোনও যাত্রী যদি খাবার নিতে না-চান সেই ক্ষেত্রে তার ভাড়া দাঁড়াবে 2 হাজার 245 টাকায় ।এই রাজ্য থেকে যারা 22895 বন্দে ভারতে পুরী যেতে চান তাঁরা 17 মে অর্থাৎ, বুধবার থেকে পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে টিকিট বুকিং শুরু করতে পারবেন। যাত্রী পরিষেবা শুরু হচ্ছে আগামী 20 মে থেকে।
আরও পড়ুন :গতিবেগ 130 কিমি ! সফল হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান