কলকাতা, 27 অক্টোবর: দুর্গাপুজো কাটতে না কাটতেই আবারও ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা । এ দিন কলকাতা ও হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল দু'জনের ৷ এসএসকেএম হাসপাতালে ডেঙ্গির বলি হন এক ডাক্তারি ছাত্র ৷ আর হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক গৃহবধূর ৷
শুক্রবার এসএসকেএম হাসপাতালের ডাক্তারি পড়ুয়া অনিমেষ মাজির ডেঙ্গিতে মৃত্যু হয়েছে । অর্থোপেডিক বিভাগের পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন তিনি । তিন দিন ধরে এসএসকেএম হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন অনিমেষ । তবে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ ফলে 27-এই শেষ হয়ে গেল প্রতিভাবান এক তরুণের জীবন ।
গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি । নিয়ম মেনে তিনদিনের মাথায় ডেঙ্গি পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে । সঙ্গে সঙ্গে শুরু করা হয় চিকিৎসা । অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম-এই ভর্তি করা হয় । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়ায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয় । এর আগে পরপর দু'বার হার্ট অ্যাটাক হয় তাঁর । এরপরেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।