শনিবার সকালে হাওড়ায় বাড়ির ভিতর থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ হওড়া, 18 মার্চ: বন্ধ ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধের পচাগলা দেহ ৷ হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ঘটনা ৷ শনিবার সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ওলাবিবি তলার 14/8এ বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে (Decomposed Body of Old Man Recovers) ৷ ওই বাড়িতে একাই বসবাস করতেন প্রতাপ বন্দোপাধ্যায় (65) ৷ অবিবাহিত দাদা মারা যাওয়ার পর থেকে তিনি ওই বাড়িতেই একা থাকতেন দীর্ঘদিন ধরে ৷ মৃত প্রতাপ বন্দোপাধ্যায় নিজেও বিয়ে করেননি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রতাপ বন্দোপাধ্যায়ের বাড়ির কাছ থেকে দুর্গন্ধ পান ৷ দুর্গন্ধের উৎস খুঁজতে বাইরে বেরলে তাঁদের সন্দেহ হয় ৷ প্রতিবেশীরাই চ্যাটার্জিহাট থানায় খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন ৷ ঘরের ভিতরে বাড়ির বাসিন্দা প্রতাপ বন্দোপাধ্যায়ের পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ প্রতাপ বন্দোপাধ্যায়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই বলা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা ৷
এলাকার বাসিন্দা সন্দীপ বোস জানান, সকালে দুর্গন্ধ পেয়ে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেন তিনি ৷ বাড়ির উঠন পর্যন্ত পৌঁছেও যান ৷ কিন্তু, দরজা বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেননি ৷ এরপর ফোন করে তাঁর প্রতিবেশী বন্ধুকে ডেকে চ্যাটার্জিহাট থানায় খবর দেন সন্দীপ বোস ৷ পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করেছে ৷ সন্দীপ বোসের বন্ধু তথা সেখানকার বাসিন্দা সদানন্দ মুখোপাধ্যায় জানান, সন্দীপ জানানোর পর তাঁদের সন্দেহ হয় ৷ প্রাথমিকভাবে তাঁরা অনুমান করেন যে প্রতাপ বন্দোপাধ্যায়ের মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন:দুর্গাপুরে ট্রাঙ্কের ভিতর মহিলার পচাগলা দেহ, সন্দেহের তালিকায় নিখোঁজ স্বামী
মৃত প্রতাপ বাবু এবং তাঁর দাদা দুজনেই অবিবাহিত ছিলেন ৷ দাদার মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন ৷ তাঁর ভাগ্নেরা কলকাতায় থাকেন ৷ পুলিশ তাঁদের প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর দিয়েছে ৷ পুলিশ প্রাথমিক তদন্তের পর অনুমান করছে, বেশ কিছুদিন আগে মৃত্যু হয়েছে প্রতাপবাবুর ৷ তবে, মৃত্যুর সঠিক কারণ ও সময় ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷