পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাঁচদিন পর নির্মীয়মাণ আবাসন থেকে মিলল নাবালকের মৃতদেহ

মাকে বলে ঘুড়ি ওড়ানোর জন্য বেড়িয়েছিল বালি শিক্ষা নিকেতনের ক্লাস ফাইভের ছাত্র নীরজ দাস ৷ তারপর থেকে পাঁচদিন হয়ে গেলেও তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । অবশেষে বৃহস্পতিবার এলাকারই একটি নির্মিয়মাণ আবাসন থেকে তার মৃতদেহ উদ্ধার হয় ।

By

Published : Feb 20, 2021, 7:48 AM IST

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বালি, 19 ফেব্রুয়ারি : বয়স মাত্র 10 বছর ৷ রবিবার 'ঘুড়ি ওড়াতে যাচ্ছি' বলে বেড়িয়েছিল সে ৷ কিন্তু সশরীরে তার আর বাড়ি ফেরা হল না ৷ বাড়ি ফিরল তার মৃতদেহ ৷

গত রবিবারের ঘটনা ৷ মাকে বলে ঘুড়ি ওড়ানোর জন্য বেড়িয়েছিল বালি শিক্ষা নিকেতনের ক্লাস ফাইভের ছাত্র নীরজ দাস ৷ খোঁজ করেও হদিস মেলেনি তার ৷ সেদিন রাতেই বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার ৷ সেইমতো খোঁজও চলছিল । তারপর থেকে পাঁচদিন কেটে গিয়েছে ৷ শেষে বৃহস্পতিবার দুপুরে এলাকারই একটি নির্মীয়মাণ আবাসনের কর্মরত শ্রমিকরা লিফট তৈরির ফাঁকা জায়গায় নীরজের মৃতদেহ দেখতে পায় ৷ তারাই বালি থানায় খবর দেয় ৷ পুলিশ এসে তার দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷

আরও পড়ুন :স্ত্রীর সঙ্গে বিবাদ, 4 বছরের শিশুকে গুলি বাবার!

নীরজের মা ইন্দ্রাণী দাসের অভিযোগ, " নীরজের স্বাভাবিক মৃত্যু হয়নি ৷ কেউ বা কারা তাকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে ৷ " অন্য়দিকে, পুলিশের অনুমান অসাবধনতার বশেই লিফট তৈরির ফাঁকা জায়গায় পা পিছলে পড়ে যায় সে ৷ যদিও নীরজের পরিবারের তরফে খুনের মামলা রুজু করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পুরো বিষয়টি বোঝা যাবে ৷ ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে বালি থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details