হাওড়া, 7 মে : করোনাকালে ফের অমানবিকতার ছবি ধরা পড়ল হাওড়ায় ৷ মৃত্যুর প্রায় 9 ঘণ্টা পরও ঘরেতেই পড়ে রইল কোভিড আক্রান্তের দেহ ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বোহারিয়া শীতলাতলা গ্রামে । প্রশাসনের তরফে সৎকারের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত ওই বৃদ্ধের দেহ ঘরেই পড়ে রয়েছে ।
শুক্রবার সকাল আটটা নাগাদ নিজের বাড়িতেই মারা যান দিলীপ সামন্ত নামে বছর 66 ওই বৃদ্ধ । গত এপ্রিল মাসের শেষের দিকে তিনি জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন । গত 29 এপ্রিল করোনা পরীক্ষা হলে জানা যায় তাঁর রিপোর্ট পজিটিভ । এরপর বাড়ির লোকেরা চিকিৎসকের পরামর্শমতো তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা শুরু করেন । আজ সকাল সোয়া আটটা নাগাদ তাঁর মৃত্যু হয় ।