পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

11 দিনের সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন কোরোনাজয়ী যুবতি - corona update India

24 বছরের এই যুবতি হাওড়ার বাসিন্দা । 12 এপ্রিল জানা যায় তিনি কোরোনা । 13 এপ্রিল হাওড়ার ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ।

kolkata
১১ দিনের সন্তানকে নিয়ে ফিরলেন কোরোনাজয়ী

By

Published : May 2, 2020, 12:34 PM IST

কলকাতা ও হাওড়া , 2 মে : COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন অন্তঃসত্ত্বা। 20 এপ্রিল পুত্রসন্তানের জন্ম দেন তিনি । অবশেষে কোরোনাকে হারিয়ে গতকাল 11 দিনের সুস্থ সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন যুবতি । তাঁর পুত্রসন্তানের নাম রেখেছেন হাসপাতালেরই এক চিকিৎসক।

24 বছরের এই যুবতি হাওড়ার বাসিন্দা । 12 এপ্রিল জানা যায়, তিনি COVID-19 পজ়িটিভ । 13 এপ্রিল হাওড়ার ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । এই বেসরকারি হাসপাতালটি কোরোনা হাসপাতাল হিসেবে ঘোষিত । এই যুবতির শ্বশুর কোরোনা আক্রান্ত হয়েছিলেন । তিনি মারা যান । তাঁর দেওরও কোরোনায় আক্রান্ত। এই যুবতিকে যখন বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়, সেইসময় তাঁর দেওরের চিকিৎসা চলছিল অন্য একটি হাসপাতালে । তাঁর স্বামীকে হাওড়ার একটি কোয়ারানটিন সেন্টারে রাখা হয় ।

হাসপাতাল সূত্রে খবর, যুবতির সন্তান প্রসবের জন্য সম্ভাব্য দিন নির্ধারিত ছিল 7 মে । 20 এপ্রিল সন্ধের পর তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয় । রাত আটটা নাগাদ তিনি একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন । সন্তানের জন্ম দেওয়ার পর স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন তিনি। নবজাতককেও ভিডিয়ো কনফারেন্সে দেখেছিলেন তাঁর স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা ।

এরপর থেকেই প্রত্যেকে অপেক্ষায় ছিলেন কবে সন্তানকে নিয়ে বাড়ি ফিরবেন । গতকাল সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন যুবতি । সন্তান প্রসবের পর 27 এপ্রিল এই যুবতির সোয়াব নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । COVID-19 নেগেটিভ পাওয়া যায় । 30 এপ্রিল দ্বিতীয়বার সোয়াব নমুনা পরীক্ষার রিপোর্টে আবার COVID-19 নেগেটিভ পাওয়া যায় ।

ABOUT THE AUTHOR

...view details