সাঁকরাইল , 27 এপ্রিল : যত দিন যাচ্ছে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি ৷ সংক্রমণ ঠেকাতে হিমসিম খেতে হচ্ছে ডাক্তার নার্সদের ৷ চতুর্দিকে জ্বলছে করোনায় মৃতদের চিতা ৷ কিন্তু এতকিছু দেখার পরও কী হুঁশ ফিরেছে সাধারণের ? হাওড়ার কালীবাবুর বাজার ও আন্দুল বাসস্ট্য়ান্ডের যে ছবি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে , মানুষ আর করোনাকে ভয় পায় না ৷ মাস্ক না পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাজারে, রাস্তা-ঘাটে ৷ মাস্ক না পরার কারণ জিজ্ঞাসা করলে দেখাচ্ছে হাজারো অজুহাত ৷
হাওড়ার কালীবাবুর বাজারে সর্বত্রই লাগামছাড়া মানুষের ভিড়। এমনকি করোনা রুখতে আবশ্যিক মাস্কও নেই অনেকের মুখে। কারওর মাস্ক থুতনিতে তো কারও মুখ খালি। কেউ বা ক্যামেরা দেখে তড়িঘড়ি মাস্ক পড়ছেন। কেউ বা মাস্ক নিয়ে বেরোতেই ভুলে গিয়েছেন। কেউ বা বলছেন এই তো খুললাম মাস্ক।