পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংক্রমণের বাড়বাড়ন্তে কঠোর প্রশাসন, রাস্তায় আটক মাস্কবিহীনদের - mask

মাস্ক না পরে বাইরে বেরোলে কড়া পদক্ষেপের কথা বলেছে রাজ্য সরকার ৷ চিকিৎসকরা বলছেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজেদের স্বার্থে সচেতন হতে হবে ৷ তবেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় আসবে ৷ সে সময় হাওড়ার কালীবাবুর বাজার ও আন্দুল বাসস্যান্ডে ফুটে উঠল করোনা পরিস্থিতে মানুষের ডোন্ট কেয়ার মনোভাব ৷

মাস্কহীন সাধারণ মানুষ
মাস্কহীন সাধারণ মানুষ

By

Published : Apr 27, 2021, 2:12 PM IST

সাঁকরাইল , 27 এপ্রিল : যত দিন যাচ্ছে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি ৷ সংক্রমণ ঠেকাতে হিমসিম খেতে হচ্ছে ডাক্তার নার্সদের ৷ চতুর্দিকে জ্বলছে করোনায় মৃতদের চিতা ৷ কিন্তু এতকিছু দেখার পরও কী হুঁশ ফিরেছে সাধারণের ? হাওড়ার কালীবাবুর বাজার ও আন্দুল বাসস্ট্য়ান্ডের যে ছবি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে , মানুষ আর করোনাকে ভয় পায় না ৷ মাস্ক না পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাজারে, রাস্তা-ঘাটে ৷ মাস্ক না পরার কারণ জিজ্ঞাসা করলে দেখাচ্ছে হাজারো অজুহাত ৷

হাওড়ার কালীবাবুর বাজারে সর্বত্রই লাগামছাড়া মানুষের ভিড়। এমনকি করোনা রুখতে আবশ্যিক মাস্কও নেই অনেকের মুখে। কারওর মাস্ক থুতনিতে তো কারও মুখ খালি। কেউ বা ক্যামেরা দেখে তড়িঘড়ি মাস্ক পড়ছেন। কেউ বা মাস্ক নিয়ে বেরোতেই ভুলে গিয়েছেন। কেউ বা বলছেন এই তো খুললাম মাস্ক।

পাশাপাশি হাওড়ার আন্দুল এলাকায় ধরা পড়ল পুলিশি তৎপরতার চিত্র। আন্দুলে সাঁকরাইল থানার পক্ষ থেকে নেওয়া হল কড়া পদক্ষেপ। যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদের মাস্ক পরিয়ে আটক করা হল ৷ সাঁকরাইল থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাস বললেন, " আন্দুল বাসস্ট্যান্ড থেকে মোট 35 জনকে আটক করা হয়েছে ৷ জনসচেতনতার জন্য তাদের কিছুক্ষণ আটকে রেখে ছেড়ে দেওয়া হয় ৷ "

বাজার করতে এসে মাস্ক নেই অনেকের মুখে, অন্যদিকে জনগনকে কড়া বার্তা দিতে দেখা গেল পুলিশ তৎপরতা

আরও পড়ুন :সামান্য নামল গ্রাফ ! সংক্রমিত আরও 3.23 লাখ, মৃত 2771

আন্দুল পঞ্চায়েত প্রধান মানসী চক্রবর্তী উপস্থিত ছিলেন পুলিশদের সঙ্গে ৷ তিনি বললেন, " পুলিশি সচেতনতার জেরে মানুষ মুখে মাস্ক তো তুলল ৷ পুলিশের ভূমিকায় আমি খুশি ৷ "

ABOUT THE AUTHOR

...view details