পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের সংক্রমিত জেলাশাসকের বাংলোর নিরাপত্তারক্ষী, আক্রান্ত সাঁতরাগাছির OC - কোরোনা আক্রান্ত সাঁতরাগাছির OC

এর আগে জেলাশাসকের এক নিরাপত্তাকর্মী ও এক ড্রাইভার কোরোনা আক্রান্ত হয়েছিলেন । নতুন করে আরও এক নিরাপত্তাকর্মী সংক্রমিত হলেন ৷

corona infected in howrah
হাওড়ায় কোরোনা আক্রান্ত

By

Published : Jul 19, 2020, 10:39 PM IST

হাওড়া, 19 জুলাই : ফের কোরোনা আক্রান্ত জেলাশাসকের বাংলোর এক নিরাপত্তাকর্মী । গত শুক্রবার ওই নিরাপত্তা কর্মীর লালারসের নমুনা সংগ্রহ করা হয় । রবিবার সকাল আসা রিপোর্টে জানা যায় তিনি কোরোনা পজিটিভ । দ্রুত তাঁকে ভরতি করা হয় ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ।

এর আগে জেলাশাসকের এক নিরাপত্তাকর্মী ও এক ড্রাইভার কোরোনা আক্রান্ত হয়েছিলেন । তাঁরাও চিকিৎসাধীন রয়েছেন । এবার জেলাশাসকের বাংলোর আরও এক নিরাপত্তা কর্মী আক্রান্ত বলে জানা গেল ৷ এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি থানার OC এবং এক সিভিক ভলেন্টিয়ার কোরোনা আক্রান্ত হয়েছেন । তাঁদের গোলাবাড়ি থানা এলাকার ILS হাসপাতলে চিকিৎসা চলছে । এই নিয়ে হাওড়ায় মোট 208 জন পুলিশকর্মী কোরোনা আক্রান্ত হলেন ৷ যাদের মধ্যে মৃত্যু হয়েছে এক জনের । আক্রান্তদের অধিকাংশই সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন ।

রাজ্য সরকারের শেষ মেডিকেল বুলেটিন অনুযায়ী, হাওড়ায় এখনও অবধি সংক্রমিত হয়েছেন 5106 জন । মৃত্যু হয়েছে 145 জনের ৷

ABOUT THE AUTHOR

...view details