পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘুরতে যাওয়ার টাকায় অভুক্তদের খাবার তুলে দিল হাওড়ার ঋষভ - corona news

হাওড়ার চক্রবেড়িয়ায় বাড়ি ঋষভ দাসের । নিজের জমানো ন'হাজার টাকায় 75 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে সে ।

ছবি
ছবি

By

Published : Apr 15, 2020, 10:06 PM IST

হাওড়া, 15 এপ্রিল : বছরভর একটু একটু করে টাকা জমিয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল । কিন্তু কোরোনা আর লকডাউনের জেরে আপাতত বাতিল সেই পরিকল্পনা। এবার জমানো টাকা দিয়ে এলাকার গরিব-দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল হাওড়ার চক্রবেড়িয়ার ঋষভ ।

হাওড়া জিলা স্কুলের ছাত্র ঋষভ দাস। জমানো প্রায় ন'হাজার টাকায় 75 জন মানুষের হাতে চাল,ডাল,আটা,দুধ সহ নানা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়। পাশাপাশি এক ক্যানসার আক্রান্তের হাতেও তুলে দেয় প্রায় পঞ্চাশ কেজি চাল। যদিও এক্ষেত্রে তার বাবা তাকে সাহায্য় করেছে বলে জানায় ঋষভ।

এর পাশাপাশি জমানো টাকার কিছুটা অংশ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ঋষভ । ছেলের এই উদ্যোগে খুশি ঋষভের বাবাও। তিনি বলেন, "ভালো লাগছে । তবে আমার ছেলের বয়সী আরও ছেলে-মেয়ে যেন এই দুর্দিনে এগিয়ে আসে । মানুষের পাশে দাঁড়ায় ।এটাই চাই ।"

ABOUT THE AUTHOR

...view details