পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালভার্ট তৈরি নিয়ে বচসা, উর্দি ছিঁড়ে পুলিশকে মারধরের অভিযোগ

কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে এলাকার একটি পরিবারের বচসা হয় । বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন আমতা থানার এক পুলিশকর্মী । আজ দুপুরে আমতা থানার ভাণ্ডারগাছা এলাকার ঘটনা ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Aug 22, 2019, 7:22 PM IST

উলুবেড়িয়া, 22 অগাস্ট : কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে এলাকার একটি পরিবারের বচসা হয় । বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন আমতা থানার এক পুলিশকর্মী । আজ দুপুরে আমতা থানার ভাণ্ডারগাছা এলাকার ঘটনা ।

RIDF প্রকল্পে ভাণ্ডারগাছা থেকে ঘোষপুর কাজিপাড়া পর্যন্ত দু' লাখ ছয় হাজার টাকায় ‌প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে । 90 শতাংশ কাজ হয়ে গেলেও বাকি রয়েছে কালভার্ট তৈরির কাজ । অভিযোগ, দীর্ঘদিন ধরেই কালভার্ট তৈরির কাজে বাধা দিচ্ছে স্থানী ঢোলে পরিবার । ওই পরিবারের দাবি, যেখানে কালভার্টটি তৈরি করা হবে সেখানে তাদের জমি রয়েছে । সমস্যা মেটাতে আজ দুপুরে ঘটনাস্থানে যায় আমতার BLR ও প্রশাসনের লোকজন । এলাকাবাসীদের অভিযোগ, জমির মাপ নেওয়া শুরু হলে প্রশাসনের লোকজনকে কাজে বাধা দেয় ঢোলে পরিবার । তারপরই এলাকার লোকজনের সঙ্গে বচসা শুরু হয় ঢোলে পরিবারের সদস্যদের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আমতা থানার পুলিশ । অভিযোগ, সেই সময় আমতা থানার এক কনস্টেবল অমর বেরার উপর ঝাঁপিয়ে পড়েন পার্বতী ঢোলে ও তাঁর মেয়ে প্রভাবতী । অমরের উর্দি ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তাঁকে মারধর করা হয় । এলাকার লোকজন জখম কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায় আমতা হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

অমর বেরার বক্তব্য

অমর বলেন, "বচসার সময় দুই পক্ষকে থামাতে গিয়েছিলাম । সেই সময় প্রভাবতী ঢোলে ঘটনার ভিডিয়ো তুলছিলেন । বাধা দিতে গেলে আমার ইউনিফর্ম ছিঁড়ে আমাকে মারধর করেন প্রভাবতী ঢোলে, তাঁর মা পার্বতী ঢোলে সহ তাঁর পরিবারের লোকজন । আমার বুকে ও মাথায় আঘাত লেগেছে ।"

এলাকার বাসিন্দা শ্যামল পাত্র বলেন, "রাস্তার কাজ 90 শতাংশ হয়ে গেছে । শুধু কালভার্টের কাজ বাকি । এলাকায় একটি কালভার্ট ছিল । এই কালভার্ট দিয়ে সমস্ত জল বের হয়ে কান্দুয়া খালে পড়ে । সেই কালভার্ট অর্ধেক ভেঙে যাওয়ার কারণে নতুন করে কালভার্ট তৈরি করার পরিকল্পনা করা হয়েছে । কালভার্টটি তৈরি হয়ে গেলেই রাস্তার কাজ শেষ হবে । কিন্তু ‌ঢোলে পরিবারের আপত্তিতে এই কালভার্ট তৈরি করা যাচ্ছে না । ঢোলে পরিবারের দাবি কালভার্ট তৈরির জন্য তাঁদের জমি নেওয়া হচ্ছে । সেই সমস্যা সমাধানের জন্য আজ প্রশাসনের লোকজন এসেছিলেন । জমি মাপার সময় ঢোলে পরিবারের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে । বচসা থামাতে গেলে এক পুলিশকর্মীকে মারধর করে ঢোলে পরিবারের লোকজন ।"

এলাকার পঞ্চায়েত উপপ্রধান কাজি নুর ইসলাম বেগ বলেন, "ওখানে 21 ফুট সরকারি জায়গা রয়েছে । এর আগে পঞ্চায়েত থেকে মাপা হয়েছিল । সেটা মানতে রাজি হয়নি ঢোলে পরিবার । সেই জন্য‌ই প্রশাসনের পক্ষ থেকে জমি মাপার ব্যবস্থা করা হয়েছিল । সেখানেও তারা ঝামেলা পাকিয়ে পুলিশকে মারধর করে ।"

এলাকার বাসিন্দা মঙ্গলা রায় বলেন, "মোবাইলে ছবি তুলছিল প্রভাবতী ঢোলে । এই (অমর বেরা) পুলিশকর্মী তাঁকে বাধা দিতেই তাঁর ইউনিফর্ম ছিঁড়ে মারধর শুরু করে ঢোলে পরিবারের লোকজন ।" অভিযুক্ত ঢোলে পরিবারের লোকজন পলাতক । অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details