পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি বাসস্ট্যান্ডে তালা ! তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুললেন হাওড়া ময়দানের বাস মালিকরা - হাওড়া ময়দান

Controversy over Bus stand in Howrah: সরকারি বাসস্ট্যান্ডে তালা মারলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ৷ এতে সমস্যায় পড়েছেন হাওড়া ময়দানের বাস মালিকরা ৷

ETV Bharat
হাওড়ায় বাসস্ট্যান্ড ঘিরে বচসা

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 9:38 AM IST

বাসস্ট্যান্ড ঘিরে বচসার জেরে অ্যাসোসিয়েশনের ঘরে তালা ঝোলালেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

হাওড়া, 3 ডিসেম্বর: হাওড়া পৌর নিগমের বাস পার্কিং এলাকায় নতুন করে ইউনিয়ন অফিস খোলা নিয়ে বচসা ৷ এই বচসাকে কেন্দ্র করে বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে তালা ঝোলালেন স্থানীয় প্রাক্তন পৌর প্রতিনিধি ৷ শনিবার সকালে ইউনিয়ন অফিসের তালা খুলতে আসেন অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ তখনই পার্কিং সংস্থার সঙ্গে বচসা বাস মালিক অ্যাসোসিয়েশনের সমর্থকদের বচসা বাধে ৷ অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ ৷ পুলিশ বাস মালিকদের থানায় অভিযোগ জানানোর আবেদন করে ৷

ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দানের 24এ, 1 বাসস্ট্যান্ডে ৷ এখানে প্রতিদিন হাওড়া ময়দান মুকুন্দপুর রুটে 37 টি বাস চলে ৷ পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার বাসও চালানো হয় ৷ বাস মালিকদের অভিযোগ, পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম এবং তাঁর দলবল জোর করে স্ট্যান্ডের স্টার্টার রুমে তালা ঝুলিয়ে দিয়েছে ৷

তবে পৌর নিগমের প্রাক্তন পৌর প্রতিনিধি মহম্মদ রুস্তমের দাবি, নগর নিগমের টেন্ডার পদ্ধতি ও নিয়ম মেনেই বাস পার্কিংয়ের কাজ চলছে ৷ এছাড়াও হাওড়া পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডের ওই প্রাক্তন পৌর প্রতিনিধির দাবি, বেসরকারি বাস মালিকরা বেআইনি ভাবে এখানে বাস রাখছে ৷

মহম্মদ রুস্তমের অভিযোগ, গত দু'বছর ধরে বাস মালিকরা অবৈধভাবে বাস ডিপো দখল করে রেখেছে ৷ যার কোনও বৈধতা নেই ৷ এই অভিযোগে হাওড়ার গোলাবাড়ির সিইএসসি অফিস সংলগ্ন বাস ডিপোর স্টার্টার রুমে শনিবার তালা ঝুলিয়ে দেন পিলখানার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম ৷

স্বভাবত, এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বাস মালিকরা ৷ ওই রুটের বাস মালিক মহম্মদ রিয়াজউদ্দিন অভিযোগ করে বলেন, "এই ডিপো থেকে দীর্ঘদিন ধরেই প্রায় 37টি বাস চলাচল করছে ৷ অথচ আমাদের অবৈধ বলে আজ সকালে রীতিমতো দাদাগিরি করে স্টার্টার রুমে তালা ঝুলিয়ে দিয়ে যান তৃণমূলের প্রাক্তন পৌর প্রতিনিধি ৷ তিনি এখানকার টেন্ডার পেয়েছেন বলে দাবি করেছেন ৷ আমরা এই নিয়ে বিধায়কের কাছে অভিযোগ জানাতে গেলে ওই প্রাক্তন পৌর প্রতিনিধি আমাদের হুমকি পর্যন্ত দিয়েছেন ৷ আমরা স্থানীয় বিধায়কের কাছে এই বিষয়ে অভিযোগ জানাতে গেলে বিধায়কের সামনেই রুস্তম গুলি, বোমাবাজির হুমকিও দেন ৷"

এদিকে মহম্মদ রুস্তমের দাবি, "এটা সরকারি জায়গা ৷ পৌরসভার জায়গা ৷ এদের পারমিট নেই ৷ জোর করে এরা কোভিডের সময় এখানে ঢুকে অবৈধভাবে গাড়ি রাখতে শুরু করেছিল ৷ ইউনিয়নের বোর্ড ঝুলিয়ে দেয় ৷ অবৈধ কাজে আমাদেরই বদনাম করা হচ্ছে ৷ তাই আমি আজ তালা ঝুলিয়ে দিয়েছি ৷"

আবার, বাস মালিকরা এই ঘটনার প্রতিবাদে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ যদিও মহম্মদ রুস্তম নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "বাস মালিকরা বেআইনিভাবে স্ট্যান্ডে বাস রাখছেন ৷ রাস্তায় বাস চালানোর অনুমতি থাকলেও ওখানে বাস রাখার অনুমতি নেই ৷ ওটা হাওড়া পৌরসভার জায়গা ৷ অফিসে তালা মেরে দিয়েছি ৷" যদিও ওই পার্কিংয়ের টেন্ডার পাওয়ার কোনও বৈধ কাগজ তিনি দেখাননি ৷ সরকারি জায়গাতে তিনি কোন অধিকারে তালা মারলেন, সেই নিয়েও তিনি কোনও মন্তব্য করেননি ৷

এই ঘটনা প্রসঙ্গে হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, "ওই বাস স্ট্যান্ডটি হাওড়া পৌরসভার জমির উপর কি না, তা খতিয়ে দেখা হবে ৷ আর বাস মালিকরা যে ওখানে বাস রাখছেন, সে ব্যাপারে অনুমতি নেওয়া আছে কি না, তাও খতিয়ে দেখা হবে ৷ তবে যে কাজে মানুষের অসুবিধা হয়, সেই কাজ একজন তৃণমূল কর্মীর করা উচিত নয় ৷" শনিবারের হাওড়া ময়দানের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ডে ৷ গোটা বিষয়টি নিয়ে বাস মালিকরা লিখিতভাবে হাওড়া সিটি পুলিশ কমিশনার এবং গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

আরও পড়ুন:

  1. বেসরকারি বাসস্ট্যান্ড স্থানান্তরিত নিয়ে কাটল না জট, বিপাকে বাস মালিক থেকে চালকরা
  2. 'অকারণে জরিমানা', পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বাস মালিকরা
  3. সাড়ে 6 কোটি টাকা অপচয় ! আড়াই বছর আগে তৈরি হয়েও চালু হল না আসানসোলের নতুন বাস টার্মিনাস

ABOUT THE AUTHOR

...view details