পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালিতে দলের অনুমতি ছাড়াই মমতা-অভিষেকের ছবি দিয়ে ফুচকা উৎসব ঘিরে বিতর্ক - করোনা পরিস্থিতিতে ফুচকা উৎসব

হাওড়ার বালির বিনয়-বাদল-দীনেশ নগরে বৃহস্পতিবার ফুচকা উৎসবের আয়োজন করা হয় ৷ সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

controversial fuchka festival organized at howrah bally
বালিতে তৃণমূলের অনুমতি ছাড়াই দলের নামে ফুচকা উৎসব ঘিরে বিতর্ক

By

Published : Jun 25, 2021, 4:49 PM IST

বালি (হাওড়া), 25 জুন : করোনা পরিস্থিতিতে (Covid Situation) যখন জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে, ফুচকা উৎসব আয়োজনকে ঘিরে তৈরি হল বিতর্ক ৷ তাছাড়া একাধিক বেনিয়মের অভিযোগও উঠেছে ওই উৎসবকে ঘিরে ৷ যিনি আয়োজন করেছেন, তিনি আবার তোলাবাজির অভিযোগে বছর খানেক আগে গ্রেফতার হন ৷ সেই উৎসবে বৃহস্পতিবার বিকেলে হাজির হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ ফলে এই নিয়ে স্বাভাবিকভাবেই হইচই মাত্রা ছাড়িয়েছে ৷

ওই ফুচকা উৎসবের আয়োজন করা হয় হাওড়ার বালির বিনয়-বাদল-দীনেশ নগরে । সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মন্ত্রী অরূপ রায় (Arup Roy), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি দেখা গিয়েছে ৷ অথচ এমন কোনও উৎসব আয়োজনের অনুমতি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দেয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়া সদরে দলের চেয়ারম্যান অরূপ রায় ৷ তিনি প্রশ্ন তোলেন, কোনও অনুমতি ছাড়া কেন দলের নেতা মন্ত্রীদের ছবি লাগানো হয়েছে ? আর করোনা অতিমারিতে এধরনের অনুষ্ঠান ঠিক নয় ।

ফুচকা উৎসবের পোস্টার

আরও পড়ুন :পরকীয়া ও রাজ্যপাল, আমের আচারের মতো হয়ে গিয়েছে : মদন মিত্র

কিন্তু সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মদন মিত্র ৷ এক শিশুকে ফুচকা খাওয়াতেও দেখা যায় তাঁকে ৷ তাঁকে সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে দেখা যায় ৷ সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেন মদন মিত্র ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে তৃণমূলের অনুমোদন ছাড়াই আয়োজিত এমন একটি অনুষ্ঠানে কীভাবে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হাজির হলেন ?

বালিতে তৃণমূলের অনুমতি ছাড়াই দলের নামে ফুচকা উৎসব ঘিরে বিতর্ক

এই উৎসবের আয়োজন করেছিলেন বিশ্বজয় ঘোষ নামে এক ব্যক্তি ৷ তাঁর বিরুদ্ধে বছর খানেক আগে এক প্রোমোটারের কাছ থেকে 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বালির ওই ব্যক্তি । এখন তিনি রয়েছেন জামিনে ।

আরও পড়ুন :Fake Covid Vaccination : অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্টও খুলেছিল দেবাঞ্জন

স্থানীয়দের একাংশের দাবি, একসময় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এক মহিলা বিধায়কের ঘনিষ্ঠ ছিলেন ৷ কিন্তু পরে তিনি মদন মিত্রের ঘনিষ্ঠ বলে দাবি করতে থাকেন ৷ প্রোমোটারের হুমকি দেওয়ার ঘটনাতেও তিনি নাকি সেই সম্পর্কের প্রভাব খাটাতে চেয়েছিলেন ৷ এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, ‘‘বিশ্বজয় মাঝেমধ্যে ভুলভাল বলেন ৷ ওর সাইক্রিয়াটিস্ট দেখানো উচিত ।’’

করোনার অতিমারীর জেরে রাজ্যে কার্যত লকডাউন চলছে ৷ জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷ তার মধ্যে কীভাবে ফুচকা উৎসব আয়োজিত হল ? এই নিয়ে কামারহাটির বিধায়ক বলেন, ‘‘অনুষ্ঠান হচ্ছে এতে কোনও বাধা না এলেই হল ।’’

আরও পড়ুন :কসবা-কাণ্ডের পর টিকাকরণ শিবির নিয়ে নয়া নির্দেশিকা লালবাজারের

এদিকে এই বিষয় নিয়ে ফুচকা উৎসবের উদ্যোক্তারা কোনও মন্তব্য করতে চাননি ৷

ABOUT THE AUTHOR

...view details