কলকাতা, 6 সেপ্টেম্বর : এক বহুজাতিক সংস্থার ঠিকাদারের রহস্যমৃত্যর ঘটনা ঘটল হাওড়ার বাগনানে । জানা গিয়েছে, উলুবেড়িয়ার কুলগাছিয়া এলাকার একটি নামী কোম্পানির ঠিকাদার ছিলেন বাগনানের নহলার বাসিন্দা তাপস মান্না । পাশাপাশি এলাকার সক্রিয় তৃণমূল কর্মীও ছিলেন তিনি । গত শনিবার দুপুর 2 টো নাগাদ বাড়ি থেকে বেরনোর পর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । অবশেষে হাওড়া হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর পান পরিবারের লোকজন ।
ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত বাবা । পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে সংশ্লিষ্ট কারখানার অন্য এক কন্ট্রাক্টর সত্যজিৎ গুছাইতের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তাপস । দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় রাত 10 টা নাগাদ পরিবারের লোকজন তাঁকে ফোন করলে তাপস জানান, তিনি সত্যজিৎ ও তাঁর ভাই বিশ্বজিতের সঙ্গে আছেন । তার পর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায়নি ।
আরও পড়ুন :Howrah Nursing Home : রক্তের গ্রুপ বদলে দেওয়ার অভিযোগ হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে
তারপরেই আত্মীয়স্বজনদের ফোন করেও তাঁর কোনও খোঁজ না পেয়ে বাগনান থানায় নিখোঁজের অভিযোগ করেন পরিবারের লোকজন । রবিবার দুপুরে সত্যজিৎকে ফোন করলে তিনি জানান, আহত অবস্থায় তাপসকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখানেই তাঁর (তাপস) মৃত্যু হয়েছে ।