হাওড়া, ১৭ মার্চ : বসন্ত উৎসবের প্রাক্কালে আবির খেলে উত্তর হাওড়ায় প্রচার করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন লক্ষ্মীরতন শুক্লা।
৪২-এ ৪২ নিশ্চিত, লক্ষ্য মার্জিন বাড়ানো : প্রসূন - Prasun Banerjee starts election campaign
জয়ের বিষয়ে নিশ্চিত, লক্ষ্য মার্জিন বাড়ানো : প্রসূন
মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচার শুরু করেছিলেন প্রসূন। আজ ছুটির দিনে সকাল থেকেই একাধিক অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রচার করেন তৃণমূলপ্রার্থী। সালকিয়াতে একটি মিছিল করেন। সেখানে বেশ কিছুক্ষণ ডান্ডিয়া খেলেন। পাশাপাশি, মিশন ৪২ সফল করার লক্ষ্যে হাওড়া শহর তৃণমূল কংগ্রেসের তরফে উমেশ ব্যানার্জি লেনে যজ্ঞের আয়োজন করা হয়। তৃণমূলের ৪২ জন প্রার্থীর নাম, গোত্রসহ পুজো করা হয়। সেখানে যোগ দেন প্রসূনবাবুও।
প্রচার প্রসঙ্গে প্রসূনবাবু বলেন, "মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। জয় নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। আমাদের লক্ষ্য হল, গতবারের থেকে মার্জিন বাড়ানো।" তিনি আরও বলেন, "হাওড়া শহরে বসন্ত উৎসব বলতে মানুষ উত্তর হাওড়াকে বোঝেন। সেখানে থেকেই রঙের উৎসব ও তৃণমূলের জয়যাত্রা শুরু হল। আর এভাবেই দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান ছড়িয়ে পড়বে।"