পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Controversial comment of TMC MLA : পঞ্চায়েতে বিরোধী প্রার্থী নয়, ডোমজুড়ের তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক - Controversial comment of Domjur TMC MLA

তৃণমূল বিধায়কের মন্তব্যের (Controversial comment of TMC MLA) প্রেক্ষিতে বিজেপি'র অভিযোগ, 2018 পঞ্চায়েত ভোটের মতো এবারের নির্বাচনেও অশান্তি পাকাতে চাইছে রাজ্যের শাসকদল ৷

domjur tmc mla
ডোমজুড়ের তৃণমূল বিধায়ক

By

Published : May 1, 2022, 7:44 PM IST

হাওড়া, 1 মে: 2023 পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে না দেওয়ার কথা বলে বিতর্কে জড়ালেন ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ (Controversial comment of Domjur TMC MLA Kalyan Ghosh) ৷ অভিযোগ, কয়েকদিন আগে জগদীশপুর এলাকায় এক বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় যেন একটাও কোনও বিরোধী রাজনৈতিক দল প্রার্থী দিতে না পারে, প্রার্থী দিলেও একটা ভোট যেন না পায় আপনারা সেই দিকে লক্ষ্য রাখুন ৷" তাঁর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক ৷

আরও পড়ুন : গত একবছরে তৃণমূলে মিশেছে ড্রেনের জল! বিতর্ক শুরু হতেই পোস্ট মুছলেন দেবাংশু

2018 পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলে বিজেপি বলেছে, গত পঞ্চায়েত ভোটের পথেই হাঁটতে চাইছে শাসকদল ৷ গেরুয়া শিবিরের দাবি, গত বারের মতো আগামী পঞ্চায়েত নির্বানেও অশান্তি পাকাতে চাইছে তৃণমূল ৷ কল্যাণ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা উমেশ রাই বলেন, "এটাই শাসকদল 2018 সালে করেছিল । বিরোধী দলের লোকদের মনোনয়ন না দিতে দেওয়া ও মনোনয়ন জমা পড়লে সেই প্রার্থী যাতে ভোট না পায় তা সুনিশ্চিত করা । যাঁরা হুমকির মুখে পড়ে মনোনয়ন প্রত্যাহার করেননি তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে । বুথে ভোট কম হলে গণনা কেন্দ্রে বসে ওই বুথের ভোট বাড়িয়ে নেওয়ার কাজ হয়েছে ৷ সেই একই পথে হাঁটছেন তারা । তবে এবারে মানুষ মেরে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাব । এই হিংসা বন্ধ করার জন্য বিজেপি যতদূর যাওয়ার ততদূর যাবে ।" যদিও ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছেন, তিনি ওই ভাবে কথাটি বলেননি । তাঁর কথার ভুল ব্যাখ্যা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details