হাওড়া, 13 সেপ্টেম্বর: আজ বিজেপির নবান্ন অভিযান ৷ সম্প্রতি রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন শাসক দলের প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে জনাকয়েক নেতা ৷ শিক্ষা দুর্নীতিতে 23 জুলাই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষা ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ গরুপাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করে বীরভূমের দাপুটে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এর বিরুদ্ধে 'চোর ধরতে আওয়াজ তোলো' কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির ৷ এদিকে খারাপ আবহাওয়া এবং বিজেপির নবান্ন অভিযানের আবহের মধ্যে সোমবার পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) পৌঁছন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ আজও তিনি সেখানেই থাকবেন বলে জানা গিয়েছে ৷ এ নিয়ে কটাক্ষ করেছে বিরোধী গেরুয়া শিবির ৷ কলকাতা এবং হাওড়ায় আসা বিজেপি কর্মী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছে গেরুয়া শিবির (CM Mamata Banerjee in Paschim Medinipur amidst BJP Nabanna Chalo Abhijan) ৷
আজ দুপুর 1টা নাগাদ 'নবান্ন চলো' কর্মসূচি শুরু হওয়ার কথা ৷ তাতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা গেরুয়া শিবিরের নেতা, কর্মীরা জমায়েত হচ্ছেন ৷ বঙ্গ বিজেপি ইতিমধ্যে টুইটার করে দাবি করেছে , এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা কর্মী-সমর্থকদের রাজ্য পুলিশ গ্রেফতার করছে ৷ টুইটে লেখা হয়েছে, "দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, তরাই এবং ডুয়ার্স থেকে বিজেপির কর্মীসমর্থকদের পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেফতার করছে, যাতে করে টিএমসি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে যোগ দিতে না পারে। কিন্তু বিজেপি চুপ করে থাকবে না । টিএমসি দুর্নীতির বিরুদ্ধে পাহাড় গর্জে উঠবে ।"
আরও পড়ুন: কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে, হুঁশিয়ারি সুকান্তর
ইতিমধ্যে সোমবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "মুখ্যমন্ত্রীর দুটোই শক্তি । এক হল চোর ডাকাত । আরেক পুলিশ । তাই তিনি নিজে আগেই ভয় পেয়ে জেলায় গিয়ে বসে আছেন । আর শহর এবং জেলার বিজেপি কর্মী-সমর্থকরা যাতে আসতে না পারেন তার জন্য পুলিশকে রাস্তায় নামিয়ে দিয়েছেন । আশা করব, গণতান্ত্রিকভাবে যে কর্মসূচি আগামিকাল করছি, তা ভন্ডুল করার চেষ্টা না করে পুলিশও আমাদের সাহায্য করবে । কারণ তাদেরও ডিএ-টা বাকি ।"