পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pravrajika Bhaktiprana: প্রয়াত শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা, শোকপ্রকাশ মমতার

প্রয়াত হলেন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা (Pravrajika Bhaktiprana) । 2009 সালের 2 এপ্রিল তিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষা হিসাবে দায়িত্ব নেন ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷

Pravrajika Bhaktiprana
Pravrajika Bhaktiprana

By

Published : Dec 12, 2022, 12:44 PM IST

Updated : Dec 12, 2022, 1:07 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর: 102 বছর বয়সে প্রয়াত হলেন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ্যক্ষা (4th President of Sri Sarada Math & Ramakrishna Sarada Mission) প্রব্রাজিকা ভক্তিপ্রাণা (Pravrajika Bhaktiprana) । রবিবার রাত 11টা 24 মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷ তিনি বেশ কয়েকদিন ধরে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷

মমতা এদিন টুইট করেন, "শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধক্ষ্যা শ্রদ্ধেয় প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত । এটি তাঁর ভক্তদের কাছে এক অতুলনীয় ক্ষতি। তিনি যেন চির শান্তিতে ঘুমের দেশে পাড়ি দেন ।"

উল্লেখ্য, 1920 সালের অক্টোবর মাসে ব্রিটিশ শাসিত ভারতের কলকাতা শহরে প্রব্রাজিকা ভক্তিপ্রাণার জন্ম হয়েছিল । 2009 সালের ফেব্রুয়ারি মাসে তিনি শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষার দায়িত্বভার গ্রহণ করেন ।

আরও পড়ুন:পড়ুয়াদের জন্য নীল-সাদা নয়, রাজ্যের নির্দেশ না মেনে আগের পোশাকই বহাল রামকৃষ্ণ মিশনে

Last Updated : Dec 12, 2022, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details