হাওড়া, 17 মে : হাওড়া জুটমিলের পরে এবার বন্ধ হয়ে গেল হাওড়ার ভারত জুটমিল । চরম বিপাকে জুট মিলের শতাধিক শ্রমিক । আজ সকালবেলা কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখতে পান মিলের গেটে তালা ও ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক-এর নোটিস । আর এই নোটিসে এক মুহূর্তে কর্মহীন হয়ে গেল সাড়ে চারশোরও বেশি কর্মী । কাঁচামাল না পাওয়ার জন্য মিল বন্ধ রাখা হচ্ছে বলেই ওই নোটিসে কারণ হিসাবে দেখানো হয়েছে ।
ট্রেড ইউনিয়নের নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জুটমিলের মালিক শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে এসেছে । কখনও কর্মী ছাঁটাই, কখনও বা সপ্তাহে চারদিন করে মিল চালানোর সিদ্ধান্ত নেয় ।
যদিও একমাস আগে থেকেই কাঁচামালের যোগান ঠিক না থাকার জন্য সপ্তাহে চারদিন ধরে মিল চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মিল কর্তৃপক্ষ । আর আজ সপ্তাহের প্রথম দিনে এই নোটিস দেখে স্বভাবতই হতাশ হয়ে পড়েন কর্মীরা ।