পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার বন্ধ ভারত জুটমিল - জুট মিলের শ্রমিক

কাঁচামালের অভাবে বন্ধ হল হাওড়ার ভারত জুটমিল । এতে চরম সমস্যায় পড়েছে জুটমিলের শ্রমিকরা । রাজ্যে জারি হওয়া নতুন কড়া বিধিনিষেধে সংসার চলবে কী করে সেটাই এখন চিন্তার বিষয় ।

closed bharat jute mill in howrah
এবার বন্ধ ভরত জুট মিল

By

Published : May 17, 2021, 12:36 PM IST

হাওড়া, 17 মে : হাওড়া জুটমিলের পরে এবার বন্ধ হয়ে গেল হাওড়ার ভারত জুটমিল । চরম বিপাকে জুট মিলের শতাধিক শ্রমিক । আজ সকালবেলা কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখতে পান মিলের গেটে তালা ও ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক-এর নোটিস । আর এই নোটিসে এক মুহূর্তে কর্মহীন হয়ে গেল সাড়ে চারশোরও বেশি কর্মী । কাঁচামাল না পাওয়ার জন্য মিল বন্ধ রাখা হচ্ছে বলেই ওই নোটিসে কারণ হিসাবে দেখানো হয়েছে ।

ট্রেড ইউনিয়নের নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জুটমিলের মালিক শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে এসেছে । কখনও কর্মী ছাঁটাই, কখনও বা সপ্তাহে চারদিন করে মিল চালানোর সিদ্ধান্ত নেয় ।

যদিও একমাস আগে থেকেই কাঁচামালের যোগান ঠিক না থাকার জন্য সপ্তাহে চারদিন ধরে মিল চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মিল কর্তৃপক্ষ । আর আজ সপ্তাহের প্রথম দিনে এই নোটিস দেখে স্বভাবতই হতাশ হয়ে পড়েন কর্মীরা ।

প্রসঙ্গত, করোনা আবহে রাজ্য সরকারের নির্দেশ মতো বিভিন্ন জুটমিলে 30 শতাংশ লোক নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিল । এর আগে কাঁচামালের জোগান না থাকাতে বন্ধ করে দেওয়া হয়েছে শিবপুরের হাওড়া জুটমিল ।

আরও পড়ুন : রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিস, উত্তেজনা ভাটপাড়ায়

এই কোভিড আবহে রাজ্যে জারি হওয়া নতুন কড়া বিধিনিষেধের মধ্যে কীভাবে নিজেদের পরিবারকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখবে তাই এখন একমাত্র চিন্তার বিষয় মিলের শ্রমিকদের কাছে। এক অনিশ্চিত অন্ধকারের দিকে যেতে বসেছে এই জুটমিলসহ হাওড়া জুটমিলের কয়েক হাজারের বেশি পরিবার । কবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে জুটমিল চালু হবে তার দিকেই তাকিয়ে রয়েছে শ্রমিকদের পরিবার ।

ABOUT THE AUTHOR

...view details