পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 23, 2020, 8:08 PM IST

ETV Bharat / state

গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ, বোমাবাজি

দু’পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি । কয়েকটি বাইক ভাঙচুরের পাশাপাশি একটি গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় । বোমাবাজি ও হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় পঞ্চায়েত প্রধানের দিকে । পরে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ এবং RAF ।

বাঁকড়ায় সংঘর্ষ
বাঁকড়ায় সংঘর্ষ

বাঁকড়া, 23 অগাস্ট : গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বাঁকড়ার রশিকল এলাকা । ঘটনায় ব্যাপক ইট বৃষ্টি ও বোমাবাজির অভিযোগ ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় পুলিশ বাহিনী ও RAF ৷

পুলিশ সূত্রে খবর, এলাকার এক জামাকাপড়ের ব্যবসায়ী গাড়ি ঘোরানোর সময় অন্য একটি গাড়িতে ধাক্কা মারে । এতে আংশিক ক্ষতিগ্রস্ত হয় ধাক্কা লাগা গাড়িটি । এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের বচসা বেধে যায় । ক্রমে সেই বচসা হাতাহাতির রূপ নেয় । অভিযোগ, ব্যবসায়ীর লোকজন পাশের ওই পাড়ার লোকজনকে মারধর করে । প্রতিহিংসা মেটাতে এরপর দল বেঁধে পাশের পাড়ার লোকেরা হামলা চালায় ।

দু’পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি । কয়েকটি বাইক ভাঙচুরের পাশাপাশি একটি গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় । বোমাবাজি ও হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় পঞ্চায়েত প্রধানের দিকে । পরে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ এবং RAF । দু’পক্ষকে ছত্রভঙ্গ করে তারা । বর্তমানে ওই এলাকা কার্যত থমথমে ।

বাঁকড়ায় সংঘর্ষ, বোমাবাজি

স্থানীয় বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত প্রধান জাকির হোসেন মণ্ডলের বক্তব্য, ‘‘আমার বিরুদ্ধে কেউ চাইলে অভিযোগ করতেই পারেন । কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম না ৷ প্রশাসন থেকে শুরু করে সংবাদমাধ্যম কেউ আমাকে ওখানে দেখেনি । তবে কী ঘটনা ঘটেছে তা প্রশাসন তদন্ত করে বের করুক ।’’

উল্লেখ্য, সামান্য গাড়ি রাখাকে কেন্দ্র করে এই ধরনের সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা যথেষ্ট উদ্বেগের । তাই এলাকায় RAF এর টহল চলবে বলে প্রশাসনিক সূত্রে খবর । ইতিমধ্যেই স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । ঘটনায় দু’পক্ষের 6-7 জন জখম হয়েছে । তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details