পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah Clash: বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, চলল বোমা ও গুলি

বাড়ি নির্মাণকে কেন্দ্র করে জগৎবল্লভপুরে প্রোমোটারের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ ৷ বোমা ও গুলি চালানোর অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে ৷ আহত এক মহিলা ৷

Howrah Clash
প্রোমোটারের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ

By

Published : Jul 25, 2023, 7:13 PM IST

বাড়ি নির্মাণকে কেন্দ্র উত্তপ্ত জগৎবল্লভপুর

হাওড়া, 25 জুলাই: বাড়ি তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ প্রোমোটার ও এলাকাবাসীর মধ্যে ৷ বোমা ও গুলি চালানোর অভিযোগ প্রোমোটারের লোকজনের বিরুদ্ধে ৷ মঙ্গলবার হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুষ্টিয়া এলাকার ঘটনা । দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন এক মহিলা ৷ অভিযোগ অস্বীকার করেছেন প্রোমোটার ৷

স্থানীয় সূত্রের খবর, পোলগুষ্টিয়া এলাকায় একটি জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় । এই এলাকার বাসিন্দা দিলীপ চাংদার ৷ পেশায় তিনি একজন প্রোমোটার ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি জমি দখল করে বেআইনি বাড়ি নির্মান করছিলেন তিনি ৷ তা নিয়েই এলাকাবাসীর মধ্য়ে ক্ষোভ দানা বাঁধছিল ৷ এদিন তা চরম আকার নেয় ৷ এলাকাবাসী ও প্রোমোটারের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় ৷ অভিযোগ, সেই সময়েই বেশ কিছু দুষ্কৃতী স্থানীয়দের উপর চড়াও হন ৷ এলাকাবাসীদের ভয় দেখাতে বোমা ও গুলিও ছোড়ে ৷ সংঘর্ষের সময় দুুষ্কৃতীদের ছোড়া গুলিতেই জখম হন সরস্বতী মাইতি নামে এক মহিলা ৷ তাঁর পায়ে গুলি লাগে ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷

যদিও গ্রামবাসীদের সমস্ত অভিযোগ প্রোমোটার অস্বীকার করেছেন ৷ প্রোমোটার দিলীপ চাংদারের দাবি, "সমস্ত বৈধ অনুমতি নিয়েই নির্মাণ চলছে । আমি নিজে বিল্ডিংটা তৈরি করছি । স্থানীয় থানাকে আগে থেকেই সব কিছু জানিয়েছি ৷ আমি জেলা পরিষদ থেকেও অনুমতি নিয়ে বাড়ি তৈরি করেছি । " ওই প্রোমোটারের পালটা অভিযোগ, স্থানীয় ক্লাবের বেশ কিছু ছেলে রয়েছে ৷ যারা তাঁর কাছ থেকে চার লক্ষ টাকা চেয়েছিল । তাই নিয়েই বিবাদ ৷

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে কারচুপির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে রসগোল্লা বিলি সিপিএমের

সংঘর্ষের খবর পেয়ে ঘনটাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ গ্রামবাসীদের তরফ থেকেও ইট ছোড়া হয় বলেও পুলিশ সূত্রের খবর ।দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ এলাকায় চাপা উত্তেজনা শুরু হয়েছে ৷ দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details