হাওড়া, 24 জানুয়ারি : চলন্ত বাইকের পেছনে ডাম্পারের ধাক্কায় মৃত্য়ু হল 1 মহিলার ৷ 16 নং জাতীয় সড়কের শুড়িখালি লেবুতলায় দুর্ঘটনাটি ঘটে ৷ আহত 2 শিশু ও বাইকচালক মহিলার স্বামী । আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।
রবিবার বেলা 12টা নাগাদ রাজাপুর থানা এলাকায় শুড়িখালী লেবুতলায় দুর্ঘটনাটি ঘটে । একটি বাইকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে উলুবেড়িয়ার দিক থেকে আসছিলেন বাইকচালক ৷ আচমকা চলন্ত বাইকটির পিছনে ধাক্কা মারে একটি ডাম্পার ৷ ডাম্পারের ধাক্কায় বেসামাল বাইক থেকে ছিটকে পড়েন পরিবারের চার সদস্য ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার । আহত হন বাইক চালক স্বামী ও দুই শিশু সন্তান । মৃত মহিলার দেহ উদ্ধার করে উলুবেড়িয়া মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।