পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Clash between Club Members : মাইক বাজানোকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের হাতাহাতি, প্রহৃত ক্লাব সভাপতি - Clash between Club Members

বৃহস্পতিবার রাতে ডোমজুড়ের বনিয়ারা সেবক সংঘ ক্লাবের ঈদের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে হাতাহাতি হয় (Clash between Club Members) ৷

Clash in Club Members news
ক্লাবের সদস্যদের মারপিট

By

Published : May 6, 2022, 11:35 AM IST

হাওড়া, 6 মে : হাওড়ার বানিয়ারাতে ক্লাবের সদস্যদের মধ্যে হাতাহাতি ৷ বৃহস্পতিবার রাতে ডোমজুড়ের বনিয়ারা সেবক সংঘ ক্লাবের ঈদের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয় (Clash between Club Members)। ক্লাবের সভাপতির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত এগারোটার পরে মাইক বাজানো যাবে না এটা ক্লাবের সিদ্ধান্ত ছিল । তবে কাল রাতে এগারোটার পরেও মাইক বাজতে থাকায় ক্লাবের কিছু সদস্য তার বিরোধিতা করে । প্রশাসনের পক্ষ থেকেও রাত 11টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দেওয়া হয় । এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । এই ঘটনায় কয়েকজন আহত হয় । এর মধ্যে ক্লাবের সভাপতি আবদুল আলি মিদ্দে এসে দুই পক্ষকে আটকান । শুক্রবার এই বিষয় নিয়ে কথা হবে বলে তিনি আহত এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন । এরপর যাঁরা মাইক বাজাচ্ছিলেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন দল বেঁধে এসে হাসপাতালেই চড়াও হন ক্লাবের সভাপতির উপর । হাসপাতালের ভিতরেই মাটিতে ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠছে । এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মচারীরাও । পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ডোমজুড়ের বনিয়ারা সেবক সংঘ ক্লাবের ঈদের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে হাতাহাতি

হাসপাতালের রাতে কর্মরত মেডিক্যাল অফিসার ডাঃ অলভিয়া বলেন, "হঠাৎ করে একদল লোক এসে ভেতরে ঢুকে এক ব্যক্তিকে টেনে বাইরে নিয়ে যায় । তাঁকে বেধড়ক মারধর করে । হাসপাতালের বাইরেও ভাঙচুর চালায় তারা । এই ধরনের ঘটনা কোনওদিন ঘটেনি। আমি যথেষ্টই আতঙ্কিত এই ঘটনা দেখে ।" হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : মোটা টাকা চাঁদা না-পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে

ক্লাবের সভাপতি আবদুল আলি মিদ্দে জানান, তাঁকে ক্লাবের সামনেই মারধর করা হয় । এরপরে তিনি হাসপাতালে আসেন প্রাথমিক চিকিৎসা করতে । এখানেও আব্বাস শেখ, আনোয়ার শেখ-সহ বেশ কয়েকজন এসে হাসপাতালের ভেতরে ঢুকে তাঁকে মারধর করে । পাশাপাশি তাঁদের বাইক ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় । তাঁর অভিযোগ, হাসপাতালে পুলিশ উপস্থিত ছিল । পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয়, অথচ সব দেখেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । হামলার পর দুষ্কৃতীরা চম্পট দেয় । আহতদের মধ্যে একজনকে ম্যাটাডোর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details