পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 31, 2022, 7:57 PM IST

ETV Bharat / state

Train Route-Schedule Changed: জগদ্ধাত্রী পুজোর ভাসানের দিনে সার্কুলার ট্রেনের রুট ও যাত্রার সময়সূচি বদল

জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja 2022) ভাসানের দিনে সার্কুলার ট্রেনের রুট (Circular Train Routes) ও যাত্রার সময়সূচির পরিবর্তন করা হল ৷ এই নিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল (Eastern Railway)।

Katrina Kaif channels her inner Harley Quinn to spook you on Halloween
থাম্বেনইল

হাওড়া, 31 অক্টোবর:জগদ্ধাত্রী পূজাতে (Jagaddhatri Puja 2022) প্ৰতিমা নিরঞ্জন দেখতে যাওয়ার সুবিধার কথা মাথায় রেখে একাধিক সার্কুলার লোকাল ট্রেনের সময়সূচি ও যাত্রাপথের পরিবর্তন করল পূর্ব রেল (Eastern Railway)। সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, নভেম্বর 3 তারিখ দুপুর 3টে থেকে পরের দিন নভেম্বর 4 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত সার্কুলার ট্রেন পরিষেবা নিয়ন্ত্রিত করা হবে ।

তিনটি সার্কুলার ইএমইউ লোকাল ট্রেন 30312, 30152, 30314-এর যাত্রাপথ কলকাতা স্টেশনে সমাপ্ত হবে । পাশাপাশি 30331, 30111, 30313 তিনটি ট্রেনের যাত্রা কলকাতা স্টেশন থেকেই শুরু হবে ।

দুই জোড়া সার্কুলার ট্রেন যথাক্রমে 30122, 30123, 30154, 30135 শিয়ালদহ স্টেশন পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হবে । সেখানেই এই দুই জোড়া ট্রেন তাদের যাত্রা শুরু ও শেষ করবে ।

আরও পড়ুন:করলেন আরতি, বাজালেন ঢাক ! মেদিনীপুরে একাধিক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে জুন

এক জোড়া সার্কুলার ইএমইউ লোকাল ট্রেন 30711, 30552 বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু ও ওই স্টেশনেই যাত্রা শেষ করবে ।

এক জোড়া সার্কুলার ইমইউ লোকাল ট্রেন 30112, 30317 কাঁকুরগাছি-বালিগঞ্জ রুটে বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে ।

এক জোড়া সার্কুলার ইএমইউ লোকাল ট্রেন 30416, 30451 মাঝেরহাট স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে । 30332 সার্কুলার ইএমইউ লোকাল ট্রেন 30112, 30317 কাঁকুরগাছি হয়ে বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে ।

ABOUT THE AUTHOR

...view details