হাওড়া, 1 এপ্রিল: বৃহস্পতিবারের ঘটনার পর হাওড়ার শিবপুরের পরিস্থিতি বর্তমানে কিছুটা শান্ত ৷ তবে থমথমে পরিবেশ এখনও রয়েছে সেখানে ৷ ইতিমধ্যেই হাওড়ার পুলিশ কমিশনারেটের কাছ থেকে এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি । শনিবার সিআইডি'র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ৷ সূত্রের খবর, ওইদিনের ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের ভূমিকা কী ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় অশান্তি ছড়িয়েছিল শিবপুরের সন্ধ্যাবাজার এলাকায় ৷
এদিন সিআইডি প্রতিনিধি দলের সঙ্গে এলাকায় যান হাওড়ার নগরপাল প্রবীণকুমার ত্রিপাঠী । রাজ্য পুলিশের মোট 11 জন আইপিএস আধিকারিককে হাওড়ার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুক্রবার থেকেই দেওয়া হয়েছে ৷ কীভাবে এইদিনের ঘটনা ঘটেছিল এবং এর পিছনে কাদের উস্কানি রয়েছে তা জানার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকরা ৷ ভবানী ভবন থেকে এদিন সিআইডি'র যে তদন্তকারীরা এলাকায় যান ৷ তারপর তাঁরা শিবপুর থানায় গিয়ে একটি বৈঠকও করেন ৷ হাওড়ার নগরপাল প্রবীণকুমার ত্রিপাঠী সিআইডি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন ৷