পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujan on CID: লালন শেখের মৃত্যুতে রাজনৈতিক চার্জশিট দিয়েছে সিআইডি, বিস্ফোরক সুজন

লালন শেখের মৃত্যুতে সিআইডির চার্জশিট রাজনৈতিক (CID issues political charge sheet), বিস্ফোরক মন্তব্য করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। আদালতের নজরদারিতে ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি (Sujan on CID)৷

CID issues political charge sheet in Lalan Sheikh death case, claims Sujan Chakraborty
লালন শেখের মৃত্যুতে রাজনৈতিক চার্জশিট দিয়েছে সিআইডি, বিস্ফোরক সুজন

By

Published : Dec 14, 2022, 7:50 PM IST

হাওড়া, 14 ডিসেম্বর:রাজ্যে দুর্নীতির তদন্ত থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চেষ্টা করছে শাসকদল । বুধবার বিকেলে হাওড়া ময়দানের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী । বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, পরিবার অভিযোগ করতেই পারে, তারা করেছে । তবে প্রাথমিক তদন্তে অনুমান, ফাঁস লাগিয়ে ঝোলার কারণেই লালন শেখের মৃত্যু হয়েছে । আদালতের নজরদারিতে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন তিনি ।

পাশাপাশি সুজন বলেন, এই মৃত্যুর ঘটনায় রাজ্য সিআইডি যে ভাবে সিবিআই অধিকারিকদের বিরুদ্ধে চার্জাশিট তৈরি করেছে, তাতে অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলার তদন্তকারী সিবিআই আধিকারিকের নামও ঢোকানো হয়েছে । যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ঘটনার তদন্তের জন্য নয়, রাজনৈতিক চার্জশিট দিয়েছে সিআইডি (CID issues political charge sheet)। আর সেটা বুঝেই কলকাতা হাইকোর্ট সিবিআই অধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন ৷ সিপিআইএম নেতার দাবি, রাজ্যে সিআইডি ও সিবিআইয়ের এই সংঘাত রাজীব কুমারের সময়েও দেখা গিয়েছিল ।

বগটুই কাণ্ডে জীবন্ত দগ্ধ ব্যক্তিদের হত্যা ও সিবিআই হেফাজতে থাকা লালন শেখের মৃত্যুর রহস্যের প্রকৃত তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন সুজন চক্রবর্তী । পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের ফের সিবিআই তদন্তের নির্দেশের প্রেক্ষিতে তিনি বলেন, কোথাও বয়সে কারচুপি করে, কোথাও নম্বরে কারচুপি করে, ওএমআর শিট নষ্ট করে যে নিয়োগ হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ।

আরও পড়ুন:সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, লালনের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

তিনি আরও দাবি করেন, সিবিআই যেমন আদালতের অধীনে থেকে তদন্ত করছে, ঠিক একইভাবে সিআইডির হাতও আদালত বেঁধে দিয়েছে । না হলে শুধুমাত্র রাজনৈতিক প্রভুদের খুশি করতে তারা ইচ্ছেমতো তদন্ত চালাত, সেটা আদালত বুঝতে পেরেছে । সুজনের অভিযোগ, "সব দুষ্কৃতীদের ধরে এনে দল তৈরি করেছে । যে যত বড় দুষ্কৃতী সে এই দলে তত বড় নেতা । নিজেদের বখরা নিয়ে শাসক দলের অভ্যন্তরে এখন মুষল পর্ব চলছে । এই দল বেশিদিন টিকে থাকবে না ৷"

পাশাপাশি তাঁর অভিযোগ, 2010 সাল থেকে বালির ও 2013 সাল থেকে হাওড়া পৌরনিগমে নির্বাচন হয়নি । নির্বাচন না করে গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস । এভাবে চলতে থাকলে মানুষ বুঝে নেবে এদেরকে । অবিলম্বে সুষ্ঠু পরিবেশে নির্বাচন করানোর দাবি জানান সুজন চক্রবর্তী ।

ABOUT THE AUTHOR

...view details