হাওড়া, 14 ডিসেম্বর:রাজ্যে দুর্নীতির তদন্ত থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চেষ্টা করছে শাসকদল । বুধবার বিকেলে হাওড়া ময়দানের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী । বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, পরিবার অভিযোগ করতেই পারে, তারা করেছে । তবে প্রাথমিক তদন্তে অনুমান, ফাঁস লাগিয়ে ঝোলার কারণেই লালন শেখের মৃত্যু হয়েছে । আদালতের নজরদারিতে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন তিনি ।
পাশাপাশি সুজন বলেন, এই মৃত্যুর ঘটনায় রাজ্য সিআইডি যে ভাবে সিবিআই অধিকারিকদের বিরুদ্ধে চার্জাশিট তৈরি করেছে, তাতে অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলার তদন্তকারী সিবিআই আধিকারিকের নামও ঢোকানো হয়েছে । যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ঘটনার তদন্তের জন্য নয়, রাজনৈতিক চার্জশিট দিয়েছে সিআইডি (CID issues political charge sheet)। আর সেটা বুঝেই কলকাতা হাইকোর্ট সিবিআই অধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন ৷ সিপিআইএম নেতার দাবি, রাজ্যে সিআইডি ও সিবিআইয়ের এই সংঘাত রাজীব কুমারের সময়েও দেখা গিয়েছিল ।
বগটুই কাণ্ডে জীবন্ত দগ্ধ ব্যক্তিদের হত্যা ও সিবিআই হেফাজতে থাকা লালন শেখের মৃত্যুর রহস্যের প্রকৃত তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন সুজন চক্রবর্তী । পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের ফের সিবিআই তদন্তের নির্দেশের প্রেক্ষিতে তিনি বলেন, কোথাও বয়সে কারচুপি করে, কোথাও নম্বরে কারচুপি করে, ওএমআর শিট নষ্ট করে যে নিয়োগ হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ।