হাওড়া, 9 ডিসেম্বর:দাসনগরে লোহার কাস্টিং কারখানার চিমনি বিস্ফোরণ ৷ তা থেকে কারখানা পার্শ্ববর্তী একটি গাছ ও প্যান্ডেলে আগুন লেগে যায় ৷ বিস্ফোরণের জেরে একটি বাড়ির পাঁচিলেও ফাটল ধরে যায়। ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায় । শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগর এলাকায় ৷
এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে কারখানা চলছে । ওই কারখানার পাশ দিয়ে যাতায়াত করতে পারেন না স্থানীয়রা । চোখে কালো ছাই পড়ে । আজ হঠাৎ ঢালাই কারখানার চিমটিতে বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের তীব্রতার জেরে লোহা গলানোর ফার্নেসের আগুন কারখানার বাইরে এসে ছিটকে পড়ে । তার থকেই আগুন লেগে যায় কারখানার পাশের একটি গাছেও | দমকলের দু‘টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।