কলকাতা, 18 নভেম্বর : প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়লেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ৷ বৃহস্পতিবার তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দলের বিধায়ক রাস্তায় বসে গিয়েছে খালি গায়ে, এটা একদিন টিভি-তে দেখালেও লোকে 365 দিন মনে রাখে ।’’
যদিও হাওড়ায় আজ প্রশাসনিক বৈঠকে বেশ খোশ মেজাজেই ছিলেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকের মাঝখানেই হাওড়া জেলা থেকে সদ্য নির্বাচিত বিধায়কদের দেখতে চান তিনি ৷ সেখানেই হল ছন্দপতন ।
আরও পড়ুন :Calcutta High Court : সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে, তলব মধ্যশিক্ষা পর্ষদকেও
অনেকে তাঁদের পরিচয় দেওয়ার পরেই পালা আসে হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীর । আর বলতে উঠতেই মুখ্যমন্ত্রীর কাছে ধমক খেলেন বিধায়ক । তাঁকে মুখ্যমন্ত্রী সরাসরি বললেন, ‘‘রাস্তায় বসে গেছ খালি গায়ে, এ আবার কী ! মনে রাখবে এসব করে একদিন টিভিতে দেখা যায় ৷ কিন্তু মানুষ 365 দিন মনে রাখে । এটা তৃণমূলের সংস্কৃতি নয় ৷’’
স্বভাবতই মমতার কোপে পড়লেন পৌরনিগমের বিরুদ্ধে ধরনা দেওয়া বিধায়ক । এই ঘটনাটি ঘটে প্রায় দু‘মাস আগে । উত্তর হাওড়ায় তাঁর এলাকায় কয়েক মাস ধরে জল জমেছিল । পৌরসভার প্রশাসকদের বলেও কাজ হচ্ছে না । স্থানীয় বাসিন্দারা নিত্যদিন নাজেহাল হচ্ছিলেন । এই অভিযোগ তুলে তাই নিজের বিধানসভা এলাকাতেই গত অক্টোবর মাসে চেয়ার নিয়ে ধর্নায় বসে ছিলেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক ।
আরও পড়ুন :Dilip Ghosh-Prabir Ghoshal : প্রবীর ঘোষালকে তৃণমূলের ‘এঁদো পুকুরে’ যাওয়ার পরামর্শ দিলীপের
সেদিন কালো নোংরা জলে বসে নবান্ন থেকে তৈরি করা পৌর নিগমের প্রশাসকমণ্ডলীর বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন গৌতম । আর আজকে সেই কারণেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কোপে পড়লেন তিনি । আজ তাঁকে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন করেন, “তুমি গৌতম চৌধুরী ? তুমি রাস্তায় বসে ছিলে কেন একদিন ?”
উত্তরে গৌতম চৌধুরী কাঁচুমাচু হয়ে বলতে শোনা যায়, “দিদি ওই জায়গাটা জল জমে গিয়েছিল ।” তৎক্ষণাৎ মমতা বলে ওঠেন, “তাতে কী হয়েছে, জল জমে গিয়েছিল… প্রকৃতি কি আমাদের হাতে ? তুমি জানো যে, 80 বছরে এত বৃষ্টি হয়নি ?’’