কলকাতা, 10 এপ্রিল : কোরোনা আক্রান্ত হাওড়া জেলা হাসপাতালের সুপার । এরপরই গতরাতে সরানো হল হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে । স্বাস্থ্য ভবনের অফিসার অন স্পেশাল ডিউটি পদে পাঠানো হয় তাঁকে ।
হাসপাতাল সুপার কোরোনা আক্রান্ত, রাতেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলি - হাওড়া জেলা হাসপাতালের কোরোনার খবর
এবার কোরোনা আক্রান্ত হাওড়া জেলা হাসপাতাল সুপার । মুখ্যমন্ত্রীর নির্দেশ হাওড়া জেলা হাসপাতালকে এখন যতটা সম্ভব এড়িয়ে চলা হোক । হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বদলি করে অন্য পদে নিযুক্ত করা হয়েছে ।
হাওড়া হাসপাতালের সুপার কোরোনা আক্রান্ত হওয়ায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে । পাশাপাশি আধিকারিক এবং কর্মীরাও কোরোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে বিভিন্ন মহল । নবান্নে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । হাওড়া জেলা হাসপাতালে সাধারণ মানুষকে যেতে নিষেধ করেন তিনি । কার্যত নির্দেশ দিয়েছেন, কেউ অসুস্থ হলে বা বিশেষও কোনও প্রয়োজনে হাসপাতালে যেতে হলে সবাই যেন হাওড়া জেলা হাসপাতাল এড়িয়ে যান । অন্য কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর কথা বলেন মুখ্যমন্ত্রী ।
গতরাতে সরিয়ে দেওয়া হয় হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে । তাঁকে নিয়ে যাওয়া হল স্বাস্থ্য ভবনে অফিসার অন স্পেশাল ডিউটি পদে । তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদারকে । গোটা রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত রাজ্যবাসী ।