রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র শিবপুর হাওড়া, 30 মার্চ: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্র হাওড়ার শিবপুরের সন্ধ্যাবাজার এলাকা ৷ এদিন ওই মিছিলের উদ্যোক্তা ছিল অঞ্জনী পুত্র সেনা নামে একটি সংগঠন ৷ অভিযোগ, এই এলাকা দিয়ে যখন রামনবমীর শোভাযাত্রা যাচ্ছিল, সেই সময় মিছিলকে লক্ষ্য করে প্রথমে কাঁচের বোতল ও ইট-পাথর ছোড়া হয় ৷ পরে বোম ছোড়া হয় বলে অভিযোগ ৷ এলাকায় কয়েকটি ভ্যানে অগ্নিসংযোগও করা হয়েছে জানা গিয়েছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়েছে ৷
মিছিলের উদ্যোক্তাদের অভিযোগ, এদিনের কর্মসূচির জন্য আগাম পুলিশের অনুমতি নেওয়া থাকলেও মিছিলে হামলা হয় ৷ গতবারও রামনবমীর মিছিলে এই এলাকায় হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না-করে উলটে আক্রান্তদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় 10-15 জন আহত হয়েছেন ৷
আরও পড়ুন:রামনবমীর পুজো চলাকালীন ধসে গেল ছাদ ! ইন্দোরের মন্দিরে মৃত কমপক্ষে 13
বৃহস্পতিবারের এই ঘটনা প্রসঙ্গে উদ্যোক্তারা জানিয়েছেন, এদিন বিকেলের পর সন্ধ্যাবাজারের কাছে মিছিল পৌঁছলে সেই মিছিলকে লক্ষ্য করে মদের বোতল ও কাঁচের বোতল ছোড়া হয় । আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় সমগ্র এলাকা । বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সংগঠনের সদস্যরা। স্থানীয় বাজার, দোকানের উপরও হামলা হয় বলে পুলিশ জানিয়েছে ৷
অঞ্জনী পুত্র সেনা নামে ওই সংগঠনের দাবি, এদিন তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা হয় ৷ যদিও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নি বলে জানিয়েছেন সংগঠনটির নেতা সুরেন্দ্র বাবা ৷ তাঁর দাবি, মিছিলকারীদের উপরে পুলিশ উলটে লাঠিচার্জ করে ও পরে কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ এদিনের সংঘর্ষে কয়েকজনের মাথা ফেটেছে বলে খবর ৷
অঞ্জনী পুত্র সেনার প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেন্দ্র বাবা এই ঘটনা প্রসঙ্গে বলেন, "প্রশাসনের সুবিধার্থে বৃহস্পতিবার অঞ্জনী পুত্র সেনা, বিশ্ব হিন্দু পরিষদ-সহ বিয়াল্লিশটি সংগঠন একত্রে এই মিছিল বের করে । পুলিশ প্রশাসনকে এই শান্তিপূর্ণ মিছিলের সুরক্ষার জন্য আগাম জানানো হয় । তবে গত বছরের মতো এবারেও সন্ধ্যাবাজার এলাকায় মিছিল প্রবেশের পরেই মিছিলে হামলা চালানো হয় ।" গত বছরও রামনবমীর দিন এই এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল ৷ তরপরেও এবছর পুলিশ কেন সতর্কতা অবলম্বন করল না, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷