হাওড়া, 30 অগস্ট: 'জাতীয় শিক্ষক সম্মান' রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন হাওড়ার নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমির প্রধান শিক্ষক ডঃ চন্দন মিশ্র । দিল্লির রাষ্ট্রপতি ভবনে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে 2023 সালের জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন ।
সারা দেশ থেকে বাছাই করা 50 জন শিক্ষকদের যে চূড়ান্ত তালিকা মনোনীত করা হয় তাদের মধ্যে 20 নম্বর স্থানে রয়েছেন হাওড়ার এই শিক্ষক । এই বিষয়ে চন্দনবাবু বলেন, "আগামী 3 সেপ্টেম্বর আমাকে রাজধানীতে আমন্ত্রণ জানানো হয়েছে । আগামী 5 সেপ্টেম্বর রাষ্ট্রপতি আমার হাতে জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন ।"
স্কুল শিক্ষক জাতীয়স্তরে সম্মান পাওয়াতে স্বভাবতই খুশির হাওড়া রঘুনাথপুর নফর একাডেমি স্কুলে । একইভাবে আপ্লুত শিক্ষক চন্দন মিশ্র বলেন, "22 বছর আগে শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছি । 2022 সালে রাজ্য সরকার আমাকে 'শিক্ষারত্ন' সম্মানে ভূষিত করেন । এবার জাতীয় সম্মানে আমি গর্বিত ।"
আদতে উত্তর 24 পরগনার বরানগরের বাসিন্দা চন্দনবাবুর শিক্ষকতার জীবন শুরু 2001 সাল থেকে । প্রথম প্রায় চার বছর শিক্ষকতা করেন কলকাতার খিদিরপুর একাডেমি স্কুলে । সেখান থেকে বদলি হয়ে গ্রামীণ হাওড়ার বাগনান কুলগাছিয়ার কামিনা হাইস্কুলে আসেন । সেখানে প্রায় 10 বছর শিক্ষকতা করেন । চন্দনবাবুর কথায় বলেন, "আমি অন্যান্য শিক্ষকদের মতোই একজন মানুষ গড়ার কারিগর । ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত করার যে স্বপ্ন আমি দেখি এই সম্মান আমাকে আগামিদিনে সেই কাজে আরও উৎসাহ দেবে ।"
এডুকেশন বিষয়ে বিএড এবং পিএইচডি করেছেন চন্দনবাবু । তিনি বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুল থেকে উত্তীর্ণ হয়ে স্কটিশ চার্চ কলেজে স্নাতকস্তর অতিক্রম করেন । এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন ।