হাওড়া, 28 মে: ঝড়ে ছিঁড়ে যাওয়া তাঁর ঠিক করতে গিয়েছিলেন ৷ ঠিক সেইসময়ই বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন CESC-র এক লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ান । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়ায় ।
হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত CESC-র লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান - Liluah
বিদ্য়ুৎপৃষ্ট হয়ে 20 ফুট উপরের বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন এক ইলেকট্রিশিয়ান ।
আহত ব্যক্তির নাম কমল সমাদ্দার ৷ সরকারি লাইসেন্স প্রাপ্ত ওই ইলেকট্রিশিয়ান গতকালের ঝড়ে ছিঁড়ে যাওয়া একটি ইলেকট্রিকের তার সংযোগ করার কাজ করছিলেন । উপরের তারে কাজ করার সময় হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হন তিনি । এরপরই 20 ফুট উপরের বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হন । তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে স্থানীয় মানুষরা । সেখানেই ভরতি করা হয়েছে তাকে । হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পাশাপাশি মাথায় চোট পেয়েছেন ওই ব্যক্তি ।
স্থানীয় বাসিন্দারা জানান, গলির ভেতর কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন ওই ব্যক্তি । সেই সময় ঘটনাস্থানে CESC-র কর্মীরাও উপস্থিত ছিলেন । কিন্তু হঠাৎই তারে বিদ্য়ুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান ওই ব্য়ক্তি ৷