পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 26, 2020, 10:41 PM IST

ETV Bharat / state

কেন্দ্র গোয়েবলসের নীতিতে বিশ্বাসী : পূর্ণেন্দু বসু

কৃষকদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই কৃষি আইন প্রণয়নের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুললেন পূর্ণেন্দু বসু ।

পূর্ণেন্দু বসু
পূর্ণেন্দু বসু

হাওড়া, 26 ডিসেম্বর : "কেন্দ্র হিটলারের সচিব গোয়েবলসের নীতিতে বিশ্বাসী । মিথ্যার পর মিথ্যা বলে যাও । অনেকদিন ধরে মিথ্যা বললে মানুষ বিশ্বাস করতে শুরু করবে, যা বলা হচ্ছে তা সত্যি ।" হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় এক দলীয় কর্মসূচিতে এসে কৃষক আন্দোলন ইশুতে এইভাবেই কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু ।

কেন্দ্র কৃষকদের মন বুঝতে পারছে না বলেও মনে করছেন তিনি । কেন্দ্র যে রাজনীতি করছে, তা "দেউলিয়ার রাজনীতি" ও "জনবিরোধী রাজনীতি" বলেও অভিযোগ করেন পূর্ণেন্দু বসু । কৃষকেরা যখন তিনটে আইনকেই বাতিলের দাবি তুলছে সেখানে কেন্দ্র সংশোধনের কথা বলছে । কৃষকদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এই আইন প্রণয়নের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।

কী বললেন পূর্ণেন্দু বসু ?

আরও পড়ুন : ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের, সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে কৃষক সংগঠনগুলি

পাশাপাশি বেশ কিছু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিয়েও আজ মন্তব্য করেন পূর্ণেন্দু বসু । বলেন, "দল বদলের যে ঢেউ উঠেছে, এখন এটা ভারতীয় রাজনীতির অঙ্গ । এই আগেও অনেকে এক দল ছেড়ে অন্য দলে গেছেন ।" একইসঙ্গে 'বেসুরো' রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যে তাঁর বেশ সুসম্পর্ক রয়েছে তাও জানিয়ে রাখেন তিনি । তবে রাজীববাবু যদি বিজেপিতে যোগদান করেন তবে তাঁর বিরোধিতা করবেন বলেও নিজের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল নেতা ।

মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যে অ্যাগ্রো ইন্ডাস্টি পার্কের ঘোষণা করেছেন তা নিয়ে সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলি । বিরোধীদের অনেকেই মনে করছে, এটি নির্বাচনী গিমিক ছাড়া আর কিছুই না । বিরোধীদের এই ধরনের মন্তব্যগুলি অপপ্রচার বলে দাবি করে তিনি বলেন, "তাঁরা বিরোধী দল হিসাবেও সিঙ্গুরে টাটা কারখানার বিরোধিতা করেননি । তারা জোর করে জমি নেওয়ার বিরোধিতা করেছিলেন । তাই 400 একর জমি কৃষকদের ফেরত দেওয়ার দাবি করেছিলেন । আর সেই জমির মধ্যে 11 একর জমিতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি পার্ক তৈরির কথা জানানো হয়েছে সম্প্রতি ।"

ABOUT THE AUTHOR

...view details