পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আবহে বেলুড় মঠে গুরুপূর্ণিমা

এ বছর বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত মানবজাতি । তাই এই প্রথম সারম্ভরে গুরুপূর্ণিমা উদযাপিত হল না বেলুড় মঠে । তবে প্রথা মেনে পালিত হয়েছে গুরুপূর্ণিমা । সামাজিক দূরত্ব বজায় রেখে অল্পসংখ্যক ভক্ত মন্দিরে প্রণাম করেন ।

Corona : Celebrated Guru Purnima at Belur Math
কোরোনা আবহে বেলুড়মঠে গুরুপূর্ণিমা

By

Published : Jul 5, 2020, 7:32 PM IST

বেলুড়, 5জুলাই : ঊনবিংশ শতাব্দীর সত্তরের দশক থেকে হাওড়ার বেলুড় মঠেগুরুপূর্ণিমা উদযাপিত হয়ে আসছে । কোরোনা আবহে প্রথমবার কোনওরকমে পালিত হলগুরুপূর্ণিমা । অন্যান্য বছর কয়েক হাজার ভক্তের ভিড় হত এই দিনে। কিন্তু,এবার অল্পসংখ্যক ভক্ত সামাজিক দূরত্বমেনে গুরুপূর্ণিমা উদযাপন করেন ।

গুরুপূর্ণিমা কী?বেলুড় মঠে কবে থেকে গুরুপূর্ণিমা উদযাপিত হচ্ছে?সেই সম্পর্কিত বিভিন্ন কথা জানালেনবেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ ।

সুবীরানন্দ মহারাজ বলেন, "আদি গুরু ব্যাসদেবের জন্ম তিথি হলগুরু পূর্ণিমা। যারা ভারতীয় সংস্কৃতি,কৃষ্টি,সনাতন ধর্মে বিশ্বাস করেন তারা এইগুরুপূর্ণিমা উদযাপন করে থাকেন । বহু প্রাচীন কাল থেকে চলে আসছে গুরুপূর্ণিমাউদযাপনের রেওয়াজ ।"

রামকৃষ্ণ পরমহংসদেবের সময় ও তার পরবর্তীতে তার শিষ্যদের সময় মঠেগুরুপূর্ণিমা উদযাপিত হত না । উনবিংশ শতাব্দী সত্তরের দশক থেকে অর্থাৎ মঠপ্রতিষ্ঠার প্রায়75বছর পর থেকে গুরুপূর্ণিমা উদযাপিত হয়ে আসছে এখানে ।

কোরোনা আবহে বেলুড়মঠে গুরুপূর্ণিমা

সুবীরানন্দ মহারাজ বলেন, "সরকারি নির্দেশিকা ও মানুষের কথা ভেবে এবছর বড় করে গুরুপূর্ণিমা উদযাপন থেকেবিরত থেকেছি আমরা । তবে আমার বিশ্বাস এই সংকট দূর হয়ে গেলে পরের বছর পুনরায় আগেরমত করে আমরা গুরুপূর্ণিমা উদযাপন করতে পারব ।"

ABOUT THE AUTHOR

...view details