হাওড়া, 26 সেপ্টেম্বর: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এবার হাওড়াতে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । মঙ্গলবার সকাল থেকে নিঃশব্দে হাওড়ার দাসনগর এলাকার আলামোহন দাস রোডের একটি বাড়ি ও সাঁতরাগাছি এলাকার বাঁকসাড়ার আরও একটি বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা। 8 জনের একটি দল ওই বাড়ি দু'টিতে ঢুকে তল্লাশি শুরু করে। মূলত ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার এস অ্যান্ড রায় কোম্পানির দুই আধিকারিকের বাড়ি সিবিআই তল্লাশি চালায়। ওই কোম্পানির দুই আধিকারিক হল কৌশিক মাঝি ও পার্থ সেন ৷ তাঁদের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়। সম্প্রতি এই দুই আধিকারিককে সিবিআইয়ের তরফে নিজাম প্যালেসের তলব করা হয়েছিল ৷
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার সকালে এই দুই আধিকারিকের বাড়ি তল্লাশি শুরু করে সিবিআই। সিবিআই তল্লাশির খবর এলাকাতে চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে। যদিও গাড়ি থেকে নেমে সোজা ওই বাড়িতে ঢুকে যান দলের সদস্যরা। কারও সঙ্গে কোনও কথা না-বলে সোজা ওই বাড়িতে পৌঁছে নিজেদের পরিচয় পত্র দেখিয়ে তল্লাশির কাজ শুরু করেন আধিকারিকরা। এখনও তল্লাশি চলছে বলেই সূত্রের খবর।