জয়পুর, 19 মার্চ : বাস ও লরির সংঘর্ষ ৷ হাওড়ার জয়পুর মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কের উপর আইটিসি কোম্পানির বাসের সঙ্গে লরির সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালকের (Jaypur Accident)। বাস যাত্রীদের মধ্যে ৮-১০ জন আহত হন।
Jaypur Accident : জয়পুরে বাস ও লরির সংঘর্ষে মৃত এক - BUS AND LORI ACCIDENT IN JAYPUR
বাস ও লরির সংঘর্ষে মৃত্যু বাস চালকের ৷ ঘটনাটি ঘটে হাওড়ার জয়পুর মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কের উপর (Jaypur Accident) ৷
আরও পড়ুন :শান্তিপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত বহু যাত্রী
পুলিশ সূত্রে খবর, ৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তীব্র গতিতে যাচ্ছিল ওই বাসটি। ওই বাসের সামনে একটি লরিও অত্যন্ত দ্রুত গতিতেই যাচ্ছিল। আচমকা লরির সামনে কিছু চলে আসার কারণে তৎক্ষণাৎ ব্রেক কষেন লরিরচালক। লরির গতি কমে গেলে পিছনের বাসটি তার গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে লরির পিছনে। ধাক্কার আওয়াজে আশেপাশের লোকেরা ছুটে আসেন। বাসচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।