হাওড়া, 7 জুন :মৃত শেখ জাহিরুদ্দিন হাওড়ার নতিবপুর পশ্চিম পাড়ার বাসিন্দা ৷ তিনি পারবিনা শেখের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কে আবদ্ধ ছিলেন। তবে মেয়ের সঙ্গে এই ধরনের সম্পর্ককে মেনে নিতে পারেননি পারবিনার পরিবারের কেউই । এ কারণে মেয়ের মেয়ের মৃত্যুর খবর রটালেন মেয়ের পরিবারের লোক ৷ আর এই খবর পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করলেন প্রেমিক, এমনটাই অভিযোগ (Boyfriend dies by Suicide after receiving fake news of his girlfriend death) ৷
সূত্রের খবর, বিভিন্নভাবে তাঁদের সম্পর্ক ভাঙার বহু চেষ্টা চালান মেয়ের পরিবারের সদস্যরা। বেশ কিছুদিন ধরে ফোনে মেয়ের প্রেমিককে মারধরের হুমকিও দেওয়া হত বলেও স্থানীয় সূত্রে খবর। আত্মঘাতী শেখ জাহিরুদ্দিন কর্মসূত্রে হায়দরাবাদে কাজ করতেন । তাঁর পরিবারের অভিযোগ, শনিবার তাঁর প্রেমিকার বাড়ি থেকে শেখ জাহিরুদ্দিনকে ফোন করা হয়। ফোনে তাঁকে জানানো হয় পারবিনা আত্মঘাতী হয়েছেন ৷ আর তাঁর এই পরিণতির জন্য শেখ জাহিরউদ্দিনকেই দোষী করা হয়। এই খবর পাওয়ার পর তিনি ভেঙে পড়েন ও মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন।
আরও পড়ুন :বিয়ের দু’মাসেই স্বামীকে খুনের চেষ্টা নববধূর, মুখ বেঁধে ভিডিয়ো পাঠাল মা’কে
এরপরই সোমবার জাহিরুদ্দিনের বাড়িতে খবর আসে তিনি হায়দরাবাদে যেখানে থাকতেন সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃত জাহিরুদ্দিনের মা নাজিমা বেগম বলেন, আমরা দু'জনের প্রেমের সম্পর্ক জানতে পেরে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। সেখানে আমাদেরকে অপমান করে বের করে দেন মেয়ের পরিবারের লোকেরা। এরপর থেকে মাঝে-মধ্যেই আমার ছেলেকে মেয়ের বাড়ি থেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। আমার ছেলেকে মিথ্যে কথা বলা হয়েছে মেয়ের বাড়ি থেকে। যার জন্যই ছেলে আমার আত্মঘাতী হয়েছে।" তিনি মেয়ের পরিবারের লোকদের উপযুক্ত শাস্তির দাবি জানান।