হাওড়া, 7 মে : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ৷ তাই সাবধানতা অবলম্বনে শিবপুর আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ । সূত্রের খবর, আগামী সোমবার 10 মে থেকে অনির্দিষ্টকালের জন্য এই উদ্যান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরে দিনক্ষণ নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, সকাল থেকেই বহু প্রাতঃভ্রমণকারী ও পর্যটকের ভিড়ে সরগরম থাকে বোটানিক্যাল গার্ডেন । ফলে বেশ কিছু জায়গায় অনেক মানুষের ভিড় হয় । যার থেকে ছড়াতে পারে করোনা সংক্রমণ । তাই সেই সংক্রমণ এড়াতেই আপাতত গার্ডেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।