হাওড়া, 9 মে :মিস্ত্রি আর লস্কর পাড়ার মাঝে অশান্তিতে রাতের ঘুম উড়েছে মসজিদ পাড়ার বাসিন্দাদের । প্রকাশ্যে এল বোমাবাজির ভিডিয়োও (Howrah Clash) । দুই পাড়ার মধ্যে অশান্তিতে নাজেহাল অবস্থা এলাকাবাসীর । হাওড়ার কোলড়া এলাকার কোলড়া- 2 গ্রাম পঞ্চায়েতের লস্কর পাড়া ও মিস্ত্রি পাড়ার অশান্তির জেরে সমস্যা ও আতঙ্কে ভুগছেন মসজিদ তলার বাসিন্দারা । দুই পাড়ার মাঝখানে থাকার কারণে দুই পাড়ার গন্ডগোল হলে ভুগতে হচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, মিস্ত্রি পাড়ার বাসিন্দা শেখ সুরজের বন্ধু শাহরুখ লস্করের মধ্যে তৈরি হওয়া অশান্তির জেরে সমস্যার সূত্রপাত ঘটে বলেই দাবি তাঁর । ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে রাতে শাহরুখ বাড়ি ফিরছিলেন বাইকে করে । মাঝে বাজারের সামনে সুরজ বাইক থামিয়ে নাচার জন্য বলেন শাহরুখকে । কিন্তু শাহরুখ নাচতে রাজি না হওয়ায় তাঁকে অপমান করা হয় বলে অভিযোগ করেন তিনি । এরপর তিনি বাড়ি ফিরে আসেন । দু'জনেই মদ খেয়েছিলেন বলেই জানা যায় স্থানীয় সূত্রে ৷