পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah Clash : মিস্ত্রি ও লস্কর পাড়ার মধ্যে অশান্তি, হাওড়ায় বোমাবাজিতে রাতের ঘুম উঠেছে স্থানীয়দের - Howrah Clash

হাওড়ার কোলড়া এলাকার কোলড়া- 2 গ্রাম পঞ্চায়েতের লস্কর পাড়া ও মিস্ত্রি পাড়ার অশান্তির জেরে সমস্যা ও আতঙ্কে ভুগছেন মসজিদ তলার বাসিন্দারা (Howrah Clash)। দুই পাড়ার মাঝখানে থাকার কারণে ভুগতে হচ্ছে তাঁদের এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।

Howrah Clash news
হাওড়ার কোলড়ায় বোমাবাজি

By

Published : May 9, 2022, 10:42 PM IST

হাওড়া, 9 মে :মিস্ত্রি আর লস্কর পাড়ার মাঝে অশান্তিতে রাতের ঘুম উড়েছে মসজিদ পাড়ার বাসিন্দাদের । প্রকাশ্যে এল বোমাবাজির ভিডিয়োও (Howrah Clash) । দুই পাড়ার মধ্যে অশান্তিতে নাজেহাল অবস্থা এলাকাবাসীর । হাওড়ার কোলড়া এলাকার কোলড়া- 2 গ্রাম পঞ্চায়েতের লস্কর পাড়া ও মিস্ত্রি পাড়ার অশান্তির জেরে সমস্যা ও আতঙ্কে ভুগছেন মসজিদ তলার বাসিন্দারা । দুই পাড়ার মাঝখানে থাকার কারণে দুই পাড়ার গন্ডগোল হলে ভুগতে হচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, মিস্ত্রি পাড়ার বাসিন্দা শেখ সুরজের বন্ধু শাহরুখ লস্করের মধ্যে তৈরি হওয়া অশান্তির জেরে সমস্যার সূত্রপাত ঘটে বলেই দাবি তাঁর । ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে রাতে শাহরুখ বাড়ি ফিরছিলেন বাইকে করে । মাঝে বাজারের সামনে সুরজ বাইক থামিয়ে নাচার জন্য বলেন শাহরুখকে । কিন্তু শাহরুখ নাচতে রাজি না হওয়ায় তাঁকে অপমান করা হয় বলে অভিযোগ করেন তিনি । এরপর তিনি বাড়ি ফিরে আসেন । দু'জনেই মদ খেয়েছিলেন বলেই জানা যায় স্থানীয় সূত্রে ৷

আরও পড়ুন :মাইক বাজানোকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের হাতাহাতি, প্রহৃত ক্লাব সভাপতি

এরপর শাহরুখ ফোনে সুরজকে এই অপমানের বদলা নেওয়ার কথা বলে হুমকি দেয় । ওই রাতেই শাহরুখের বাড়ির সামনে এসে অশান্তি শুরু করে শেখ সুরজ । রাতে বোমাবাজি করার অভিযোগও ওঠে । সেই ঘটনায় এখনও পর্যন্ত ডোমজুড় থানার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি । তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূল অশান্তির নায়ক শেখ সুরজের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ । এছাড়াও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন সুরজ কয়েকমাস আগে জেল খেটেছিল অপরাধমূলক কাজের জন্য ।

নিজেদের নিরাপত্তা বিঘ্ন হওয়ার দরুণ মসজিদ পাড়ার বাসিন্দারা থানার আধিকারিকদের কাছে আবেদনও করেন । বেশ কয়েকজন এলাকাও ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ ৷ তাঁদের অভিযোগ, স্থানীয় শাসক দলের নেতাদের মদতেই এই ধরনের হিংসার ঘটনা বাড়ছে । পুলিশ ও প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি । অগত্যা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তাঁরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন বলেই দাবি এলাকাবাসীর ।

ABOUT THE AUTHOR

...view details