পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফরওয়ার্ড ব্লক নেতার পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার 136টি বোমা - arrest 5

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার 136টি বোমা ও 11 কেজি বোমা তৈরির মশলা । এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে

By

Published : Jun 7, 2019, 9:03 PM IST

Updated : Jun 7, 2019, 9:09 PM IST

উলুবেড়িয়া, 7 জুন : পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার 136টি বোমা ও 11 কেজি বোমা তৈরির মশলা । উলুবেড়িয়ার হীরাপুর এলাকার ঘটনা । এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

জানা গেছে, আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে, উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক সানা আখতারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী 136টি বোমা উদ্ধার করে । সেই সঙ্গে ওই বাড়ি থেকে প্রায় 11 কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করে পুলিশ । খবর পেয়ে বোম স্কয়্যাডকে খবর দেওয়া হলে, তারা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে । এই ঘটনায় শ্যামপুরের 58 নম্বর গেট এলাকা থেকে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা হল শেখ মেহেবুব, শেখ ইবাদুল, আসিফ আলম মল্লিক, শেখ আবদুল কালাম ও শেখ স‌ইদুল।

দেখুন ভিডিয়ো

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিত্যক্ত বাড়িটি এলাকার প্রাক্তন বামনেতা সফিকুল মিদ্দের । আগে এই এলাকায় বসবাস করলেও 2011 সালে পরিবর্তনের পর থেকেই পরিবার-সহ তিনি গ্রামছাড়া । তারপর থেকেই দোতলা বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল । সেই সুযোগেই দুষ্কৃতীরা এখানে বোমা ও বোমা তৈরির মশলা মজুত করছিল । হীরাপুর পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা শেখ জয়নাল বলেন, "ধৃতরা আগে ফরওয়ার্ড ব্লকের সমর্থক ছিল । এখন সবাই BJP-র ইন্ধনে এলাকা অশান্ত করার চেষ্টা করছে ।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে BJP-র সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল বলেন, "2011 সালের পর থেকে যেসব মানুষ তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া ছিলেন, তাঁরা এখন গ্রামে ফেরার চেষ্টা করছেন । পায়ের তলার জমি হারানোর ভয়ে তৃণমূল পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে ।" ধৃতদের জেরা করে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Last Updated : Jun 7, 2019, 9:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details