হাওড়া, 6 অক্টোবর:দশমীর দিন (Dashami) এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সলপ এলাকাতে (Body of railway worker recovered) । ওই মৃত ব্যক্তির নাম সুরেশ সাউ ৷ বয়স 45 বছর । তিনি জগাছার সুন্দর পাড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কর্মরত ছিলেন সুরেশ সাউ । মৃতের পোশাক থেকে কোনও পরিচয় পত্র উদ্ধার হয়নি । তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান অন্যত্র খুন করেই বস্তাবন্দি করে দেহ নির্জন স্থানে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা ।
তবে বিজয়া দশমীর দিনে এভাবে বস্তাবন্দি দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । স্থানীয় বাসিন্দা অষ্ট জানান, মৃত ব্যক্তি আগে রেলের অস্থায়ী সাফাই কর্মীর কাজে নিযুক্ত ছিলেন । কিছুদিন আগে তিনি স্থায়ী কর্মীতে রূপান্তরিত হয় । জগাছাতে তিনি একভাবে না থাকলেও তাঁর স্ত্রী এই এলাকার বহুদিনের বাসিন্দা । সুরেশ কিছুদিন আগে এখানে বসবাস করতে শুরু করেন । কয়েকদিন ধরেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । জগাছা থানাতে নিখোঁজ হওয়ার অভিযোগ জমা করা হয় তাঁর পরিবারের তরফ থেকে । ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তান দেশের বাড়িতে ছিলেন বলেই জানান তিনি ।