হাওড়া, 6 অগস্ট:জলের ট্যাঙ্ক থেকে শনিবার সদ্যোজাতের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার টিকিয়াপাড়ার শ্রীনাথ পোড়েল লেনে(body of new born found in house water tank in howrah)। সোমবার শামা পারভিন নামে এক মহিলা পুত্রসন্তানের জন্ম দেন হাওড়া জেলা হাসপাতালে । বুধবার ওই মহিলাকে হাসপাতাল ছেড়ে দিলে তিনি টিকিয়াপাড়ায় শ্বশুরবাড়িতে ফিরে আসেন । শুক্রবার সকালে ওই মহিলা এবং তাঁর সদ্যোজাত পুত্রসন্তান যখন ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, সেই সময় কেউ বা কারা বাচ্চাটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায় । এরপরে মা ঘুম ভেঙে দেখেন বাচ্চা নেই ৷
এরপর পরিবারের লোকজন এলাকা তন্ন তন্ন করে খুঁজলেও একরত্তিকে খুঁজে না-পাওয়ায় তাঁরা হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এরমধ্যে শনিবার সকালে কলে জল না-আসায় ছেলেকে ডাকেন মা নূরজাহান বেগম ৷ তখন মৃত শিশুর বাবা জলট্যাঙ্কের ঢাকনা সরাতেই দেখেন নিখোঁজ একরত্তির দেহ রয়েছে তাতে ৷ তদন্ত শুরু করে পুলিশ । এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় । এই চুরির পিছনে কোনও আত্মীয় জড়িত আছে কি না, তা জানতে পরিবারের লোকজনদের মধ্যেই শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ আটক করে থানায় নিয়ে যাওয়া হয় মৃত শিশুর জেঠিমাকে ৷