পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়ায় মুদিখানার গোডাউনে বিস্ফোরণ, জখম 1 - jagadishpur

হাওড়ার জগদীশপুরে একটি মুদিখানার দোকানের গোডাউনে বিস্ফোরণে জখম 1 ।

হাওড়ায় মুদিখানার গোডাউনে বিস্ফোরণ

By

Published : Aug 1, 2019, 4:30 PM IST

হাওড়া, 1 অগাস্ট : হাওড়ার জগদীশপুর থানা এলাকায় বোমা বিস্ফোরণে জখম এক ব্যক্তি । একটি মুদিখানার দোকানের গোডাউনে বিস্ফোরণটি হয় । বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে আসে জগদীশপুর থানার পুলিশ । ঘটনাস্থানে তল্লাশি চালানো হয় । পুলিশের প্রাথমিক অনুমান, গোডাউনে আগে থেকেই বোমা মজুত ছিল ।

যদিও বোমা বিস্ফোরণের কথা অস্বীকার করেছে দোকানমালিক । তার দাবি, দোকানের ওই অংশে জলের পাইপ আছে । সেটা ফেটে বিস্ফোরণের মতো আওয়াজ হয়েছে ।

জখম ভ্যানচালক

আজ ওই গোডাউনে নুনের বস্তা রাখতে যায় এক ভ্যানচালক । সেই বস্তা রাখার সময় বোমা ফাটে ৷ যার জেরে ওই ভ্যানচালক জখম হয় । পুলিশের অনুমান, বস্তার চাপে ফেটে যায় বোমাটি । জখম ব্যক্তিকে কোনা হাসপাতালে ভরতি করা হয় । পরে সেখান থেকে তাকে হাওড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় । জখম ব্যক্তি বলেন, "বস্তাটা রাখতেই বিকট আওয়াজ হল । চারিদিক ধোঁয়াতে ছেয়ে গেল । এরপর আর কিছু মনে নেই ।"

এদিকে গোডাউনে কীভাবে বোমা এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details